পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই রোগীর মৃত্যু ঘটেছে। অভিযুক্ত ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অপসারণের দাবি জানান রোগীর আত্মীয়রা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। মৃতের পরিবারের অভিযোগ, জটিল কোন সমস্যা না থাকা সত্ত্বেও, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণেই মারা যায় ওই যুবক। প্রশাসনের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। মৃত যুবকের বাবা নারায়ণ মুখার্জি জানান, "রীতিমতো আমার ছেলেকে মেরে ফেলা হল ভুল চিকিৎসা করে। একরকম খুন করা হল। আমরা এর বিচার চাই। যাতে পরবর্তী সময়ে আর কাওকে তাদের সন্তানকে হারাতে না হয়।" যদিও হাসপাতালের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
Location :
First Published :
February 15, 2022 2:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- চিকিৎসায় গাফিলতির অভিযোগ বি এন বসু হাসপাতালের বিরুদ্ধে