তবে মঙ্গলবার আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুবের জেলাগুলিতে হতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।
আরও পড়ুন: বেলগাছিয়ার কাছে মেট্রোতে ধোঁয়া, দমদম-গিরিশ পার্ক বন্ধ মেট্রো চলাচল
নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাস্প থাকায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা খুব একটা বাড়বে না আগামী দু’দিনে। বিহার ও সংলগ্ন বাংলার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
Location :
First Published :
May 15, 2018 5:41 PM IST