এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন নেইমার এখনও পুরো ফিট নন ৷ তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে তিনি কোনও একভাবে হাজির থাকবে এই ইঙ্গিতও দিয়ে রেখেছেন সাম্বা কোচ ৷
আরও পড়ুন - অন্ধকারে ডুবল নাইজেরিয়া, খেলা দেখতে পেলেন না নাইজেরিয়বাসী
ফেব্রুয়ারি মাসে পায়ের চোটের পর অস্ত্রোপচার হয়ে গেছে নেইমারের ৷ তারপর অনুশীলনও করেছেন ব্রাজিল দলের সঙ্গে, তবে বিশ্বকাপের ম্যাচ খেলার মতো ফিট নন পৃথিবীর সবথেকে দামি খেলোয়াড় ৷
advertisement
আরও পড়ুন - পেনাল্টি মিস, ট্র্যাজিক হিরো মেসি, রোনাল্ডো কিন্তু মেসির চেয়ে এগিয়ে
তিতে বলেছেন, ‘‘ এই মুহূর্তে ও ১০০ শতাংশ ফিট নয় ৷ কিন্তু ওঁর গুণগত মান অসাধারণ, ও গতিও দুরন্ত ৷ ’’
এর পাশাপাশি তিনি আরও বলেছেন,‘‘ ও একশ শতাংশ ফিট না হলেও খেলার জন্য আদর্শ শারীরিক পরিস্থিতির মধ্যে রয়েছে ৷’’
রোনাল্ডো, মেসি-বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৷ তবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ঠিক কীভাবে ব্যবহার করেন তিতে, সেটাই এখন দেখার ৷