‘চ্যাটওয়াচ’ নামের অ্যাপটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনলাইন এবং অফলাইন স্টেটাসের উপর নজরদারি চালাবে ৷ এছাড়াও ব্যবহারকারীদের কনট্যাক্টসের উপরেও নজর চালাবে এই মেসেজিং অ্যাপটি ৷ গুগল প্লে স্টোরেই মিলছে এই অ্যাপটি ৷ এই স্পাই অ্যাপটির ডেসক্রিপশনে লেখা রয়েছে ‘চেক ইচ হোয়াটসঅ্যাপ লগইন অ্যান্ড লগআউট ৷’
সম্প্রতি তথ্য ফাঁস নিয়ে সংবাদ শিরোনামে এসেছে ফেসবুক ৷ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য ৷ এবার সেই একই রকমের সমস্যার কবলে হোয়াটসঅ্যাপও ৷ তবে, খুব শীঘ্রই এই চ্যাটওয়াচ ব্লক করবে হোয়াটসঅ্যাপ ৷ এমনটাই শোনা যাচ্ছে ৷
advertisement
Location :
First Published :
April 02, 2018 2:21 PM IST