আরও পড়ুন : মরা মুরগি নিয়ে সতর্ক রেল, শিয়ালদহতে তল্লাশি চালাল আইআরসিটিসি
সূত্রের খবর মুর্শিদাবাদের লালগোলা থেকে আবদুল সাত্তার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিবি ৷ ধৃতের কাছ থেকে আনুমানিক ১ কোটি টাকার মাদক উদ্ধার করেছে এনসিবির আধিকারিকেরা ৷ লালগোলাতেই এই বেআইনি মাদক তৈরি হত, এলাকা জুড়ে বিভিন্ন পানশালা, ক্লাব, রেস্তোরাঁয় সেই মাদকই পাচার হত ৷
advertisement
গোপন সূত্রে খবর পেয়েই এনসিবি আধিকারিকরা হানা দেন মাদক পাচারকারীদের গোপন ডেরায় , হানা দিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এনসিবি আধিকারিকদের অনুমান একা নয় এর পেছনে অনেক বড় চক্র কাজ করে ৷ শনিবারই ধৃতকে আদালতে পেশ করা হবে ৷
Location :
First Published :
April 28, 2018 2:35 PM IST