এই প্রথম নয়, এর আগেও ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিতে বিদিপ্তা বাগের সঙ্গে যৌনতার দৃশ্যে অভিনয় করে আলোড়ন তুলেছিলেন নওয়াজ ৷ আর এবার বাঙালি অভিনেত্রী ইশিকা !
advertisement
জানা গিয়েছে, ইশিকা হাওড়ার মেয়ে ৷ এর আগে বহু শর্ট ফিল্ম, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ইশিকা ৷ তবে ‘সেক্রেড গেম’ ইশিকার কাছে এ সময়ের সবচেয়ে বড় ব্রেক !
আরও পড়ুন
বোল্ড দৃশ্যে বাঙালি কন্যা বিদিতা বাগ, ৪৮ টি কাট চাইল সেন্সর বোর্ড !
একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ইশিকা জানিয়েছেন, ‘নওয়াজউদ্দিন শুধু বড় মাপের অভিনেতা নয়, বড় মাপের মানুষও ৷ এই যৌন দৃশ্য আমাকে চড় মারার দৃশ্য রয়েছে ৷ প্রত্যেকটি শটের পর নওয়াজ আমার কাছে ক্ষমা চাইছিলেন ৷ অন্যদিকে, অনুরাগ কাশ্যপও খুব পছন্দ করেছেন আমার অভিনয় !’
advertisement
Location :
First Published :
July 16, 2018 5:31 PM IST