বোল্ড দৃশ্যে বাঙালি কন্যা বিদিতা বাগ, ৪৮ টি কাট চাইল সেন্সর বোর্ড !

Last Updated:

তাবড় তাবড় হিরোর পাশে থেকে আলাদা করে নজর কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ৷

#মুম্বই: তাবড় তাবড় হিরোর পাশে থেকে আলাদা করে নজর কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ৷ এমনকী, একাই টেনে নিয়ে গিয়েছেন গোটা সিনেমা ৷ সেই নওয়াজই এবার আদতে গোটা ছবির হিরো ৷ ছবির নাম বাবুমশাই বন্দুকবাজ ! আর এই ছবির নতুন গান ‘বরফানি’তে একেবারে অন্যরূপে দেখা গেল নওয়াজকে ! আর শুধুই কী নওয়াজ৷ এই গানে বাঙালি কন্যা বিদিতার বোল্ড রূপ দেখে হতবাক সবাই ৷ ‘বরফানি’ গানে তুলে ধরলেন এমন উষ্ণতা, যা দেখে হতবাক গোটা বলিউড ৷ তবে শুধু গানে নয়, গোটা ছবিতেই বিদিতা দেখিয়েছেন নিজের কামাল আর অন্যদিকে সেন্সর বোর্ডের চোখেও পড়েছে বিদিতার সেই রূপ ৷ খবর অনুযায়ী, ৪৮ টি কাট চেয়েছে সেন্সর বোর্ড ৷
যে অভিনেতাকে অমিতাভ থেকে শাহরুখ, সলমন থেকে অক্ষয় রীতিমতো ভয় করে চলেন, বলিউডে সেই অভিনেতার নাম নওয়াজুদ্দিন সিদ্দিকি ৷ আর বক্স অফিস? তাঁকে তো কোনও দিনই পাত্তা দেননি নওয়াজ ৷ বক্স অফিসকে ভুলে নওয়াজ সবসময়ই এগিয়ে অভিনয়ের দিকে !
advertisement
advertisement
তবে এবার একেবারে নতুন অবতারে আসতে চলেছেন নওয়াজুদ্দিন ৷ হাতে বন্দুক, মুখে গালিগালাজ, একেবারে রোয়াব ! আর নাম ‘বাবুমশাই বন্দুকবাজ’ ৷ সম্প্রতি প্রকাশ্যে এল ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর ট্রেলার ৷ ট্রেলারেই প্রকাশ পেল একেবারে নতুন নওয়াজ !
বাংলা খবর/ খবর/বিনোদন/
বোল্ড দৃশ্যে বাঙালি কন্যা বিদিতা বাগ, ৪৮ টি কাট চাইল সেন্সর বোর্ড !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement