TRENDING:

জিকা রুখতে ড্রোন !

Last Updated:

এ যেন সত্যি মশা মারতে কামান দাগা ! কিন্তু আর যে কোনও উপায় নেই ৷ বেশ কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে জিকা। এই ভাইরাসের উৎপাত মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকায়। জিকার বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। কোনও কিছুই খুব একটা কাজে দিচ্ছে না দেখে ব্রাজিল এবার প্রযুক্তির সাহায্য নিতে বাধ্য হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাও পাওলো: এ যেন সত্যি মশা মারতে কামান দাগা ! কিন্তু আর যে কোনও উপায় নেই ৷ বেশ কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে জিকা। এই ভাইরাসের উৎপাত মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকায়। জিকার বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। কোনও কিছুই খুব একটা কাজে দিচ্ছে না দেখে ব্রাজিল এবার প্রযুক্তির সাহায্য নিতে বাধ্য হয়েছে। জিকাকে রুখতে তাই সাও পাওলোর আকাশে উড়ছে ড্রোন। জিকার উৎস হল মশা। জিকাকে রুখতে হলে আটকাতে হবে মশার জন্ম। ব্রাজিলে এই কাজটাই করবে ড্রোন। সাও পাওলোর আকাশে উড়তে থাকা অসংখ্য ড্রোন উপর থেকে নজর রাখবে শহরের সেইসব জায়গায় যেখানে মশা জন্মাতে পারে ৷ যেমন বাড়ি সংলগ্ন বাগানে বা ছাদে। মশার চিহ্ন ড্রোনের চোখে ধরা পড়লেই দ্রুত তা নিধনের ব্যবস্থা করা হবে। এভাবে যদি শুরুতেই  মশার জন্ম রোখা যায় তবে জিকাকে আটকানো অনেকটাই সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
জিকা রুখতে ড্রোন !