ওই মহিলা একজন চোখের ডাক্তার। ওই মহিলাকে মেসেজ করে বলা হয় অনলাইনে পার্ট-টাইম জব করতে চান কিনা? খুব কম সময়ে কাজ করেই অনেক টাকা রোজগারের সুযোগ। এই কথা শুনে ওই মহিলা রাজি হয়ে যান। মহিলাকে বলা হয় তাঁর কাজ হল সারাদিনের থেকে কিছুটা সময় বের করে কিছু ইউটিউব ভিডিও লাইক করা। এটুকুই তাঁর কাজ। এবং মহিলা কাজ করতে শুরু করে দেন। তারপর ওই মহিলা কয়েক দিনের মধ্যেই ১০ হাজার ২৭৫ টাকা পারিশ্রমিক পান।
advertisement
আরও পড়ুন: ছয় বউয়ের সঙ্গে এক খাটেই শুতে হবে! ৮০ লাখ টাকা খরচা করে একী করলেন স্বামী! হু-হু করে ভাইরাল
এর ফলে মহিলার এই মেসেজ অ্যাপের মাধ্যমে আসা জবের ওপর ভরসা তৈরি হয়। এর পর এই মহিলাকে আরও দশ হাজার টাকা দেওয়া হয়। এর পরেই মহিলাকে বলা হয়, যে একটি বিশেষ প্রোজেক্টে টাকা লগ্নি করলে খুব কম সময়ে অনেক টাকা লাভ হবে। তখন ওই মহিলা কিছু না ভেবেই নিজের দু'টি অ্যাকাউন্ট থেকে ২৪ লাখ টাকা ওই স্ক্যামারদের পাঠিয়ে দেন।
আরও পড়ুন: চুল পড়ে যাচ্ছে? পাকা চুল! কিছুতেই বাড়ছে না চুল! ভিটামিন ই ক্যাপসুলেই আছে সব সমস্যার সমাধান
আরও পড়ুন: রোজ খান কাঁচা বাদাম? দারুণ উপকারি! তবে সঠিক নিয়ম মেনে না খেলেই কিন্তু বিপদ! জানুন
এর পর মহিলা টাকা ফেরত চাইলে তাঁকে বলা হয়, আরও ৩০ লাখ টাকা না দিলে টাকা ফেরত দেওয়া যাবে না। তখন ওই মহিলা জানান, তাঁর কাছে আর টাকা নেই। এর পরেই গায়েব হয়ে যায় ওই স্ক্যামাররা! অনলাইন চুরির ফাঁদে পড়ে সব খোয়ালেন মহিলা। অবশেষে থানায় যান মহিলা। তবে এখনও কোনও খবর নেই। এই সাইবার ক্রাইমের বা প্রতারণার হাত থেকে বাঁচতে বার বার সতর্ক করা হচ্ছে পুলিশের তরফ থেকে!