করোনা সংক্রমণে যথেষ্ট খারাপ অবস্থা মধ্যপ্রদেশের৷ ওই যুবক অবশ্য টিকটক ভিডিও তৈরির পাশাপাশি গরিব মানুষকে সব্জিও বিতরণ করছিলেন৷ তারই মাঝে মাস্ক পরা নিয়ে ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করেছিলেন তিনি৷ কিন্তু ভাইরাল হওয়া তাঁর সেই কীর্তি যেন ব্যুমেরাং হয়ে গিয়েছে৷
২৫ বছর বয়সি ওই যুবক পেশায় একজন ইলেক্ট্রিসিয়ান৷ আপাতত সাগর এলাকার একটি হাসপাতালে ভর্তি তিনি৷ টিকটক ভিডিও-তে সানগ্লাস পরে বাইক চালাতে চালাতে মাস্ক না পরার পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছিল তাঁকে৷ ব্যঙ্গ করে বলেছিলেন, 'এক টুকরো কাপড়ে ভরসা করে কী হবে? ভরসা করলে উপরওয়ালাকে করো!'
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার পর অবশ্য তাঁর সেই আত্মবিশ্বাস উবে গিয়েছে৷ বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে ভয়ার্ত মুখে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'চিকিৎসকরা জানিয়েছেন আমি করোনা ভাইরাস আক্রান্ত৷ দয়া করে আমার পাশে থাকুন, আমার জন্য প্রার্থনা করুন৷ আপাতত আমি আর টিকটক ভিডিও পোস্ট করতে পারব না৷' হাসপাতালে শুয়ে এই ভিডিও বার্তা দেওয়ার পরই ওই যুবকের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়৷
তবে ওই যুবকের শরীরে কীভাবে সংক্রমণ ছড়ালো, তা খতিয়ে দেখা হচ্ছে৷ যেহেতু তিনি বহু মানুষকে সব্জি বিতরণ করেছেন, তাই তাঁর সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পুলিশের অনুমান, জবলপুরে মানুষকে সব্জি সরবরাহ করতে গিয়েই সংক্রামিত হয়েছেন ওই যুবক৷ সাগরে যেখানে তাঁর স্ত্রী ও পাঁচ বছরের সন্তান থাকে, সেই এলাকাটিও ঘিরে রাখা হয়েছে৷
