গত মঙ্গলবার কেরলের কান্নুরের পাল্লিকাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বছর আটেকের ওই মেয়েটির শ্বাসনালিতে কোনওভাবে চুইংগাম আটকে যায়৷ ফলে দম আটকে আসছিল তার৷ রাস্তায় দাঁড়ানো যুবকদের তা জানাতেই দ্রুত প্রয়োজনীয় শুশ্রুষা করে মেয়েটির শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বের করে তার প্রাণ বাঁচান এক যুবক৷ গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে৷
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বালিকা৷ তার ঠিক উল্টো দিকেই চারজন যুবক সবজি কিনছিলেন৷ সাইকেলে ওঠার আগে একটি চুইং গাম মুখে দিতে দেখা যায় ওই বালিকাকে৷ এর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় সাইকেল ঘুরিয়ে ওই যুবকদের কাছে গিয়ে কিছু বলছে ওই বালিকা৷ এর পরই ওই বালিকার প্রাণ বাঁচাতে সচেষ্ট হন এক যুবক৷
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই বালিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে চাপ দিয়ে তার গলার এবং বুকের কাছে হাত দিয়ে জোরে জোরে ঘষছেন এক যুবক৷ যাতে ওই বালিকার শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বেরিয়ে আসে৷ এই পদ্ধতিতে কাজও হয়৷ শেষ পর্যন্ত ওই যুবকের তৎপরতাতেই ওই বালিকার মুখ থেকে চুইং গাম বেরিয়ে আসে৷
যেভাবে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ওই বালিকার মুখ থেকে চুইং গাম বের করে তার প্রাণ রক্ষা করেন ওই যুবক এবং তাঁর সঙ্গীরা, সমাজমাধ্যমে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছে৷ পাশাপাশি, যেভাবে বিপদ আন্দাজ করে আট বছরের ওই বালিকাও গিয়ে যুবকদের থেকে সাহায্য চায়, তাতে তার বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন অনেকে৷ কেরলের শিক্ষামন্ত্রী ভি সিবানকুট্টিও ওই যুবকদের প্রশংসা করেন৷