TRENDING:

Kerala News: শ্বাসনালিতে আটকে চুইংগাম, কীভাবে ৮ বছরের বালিকার প্রাণ বাঁচালেন যুবক? দেখুন রূদ্ধশ্বাস ভিডিও

Last Updated:

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বালিকা৷ তার ঠিক উল্টো দিকেই চারজন যুবক সবজি কিনছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট মেয়েটি৷ পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকজন যুবক৷ আচমকাই সাইকেল নিয়ে যুবকদের কাছে এগিয়ে গেল সেই মেয়েটি৷ যুবকদের কিছু বলল সে৷ পরমুহূর্তেই দেখা গেল ছোট্ট মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে মরিয়া ভাবে তাঁর মুখ থেকে কিছু বের করার চেষ্টা করছেন এক যুবক৷ তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন আর একজন৷
কেরলের রাস্তায় বালিকার প্রাণ বাঁচানোর চেষ্টা যুূবকদের৷
কেরলের রাস্তায় বালিকার প্রাণ বাঁচানোর চেষ্টা যুূবকদের৷
advertisement

গত মঙ্গলবার কেরলের কান্নুরের পাল্লিকাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বছর আটেকের ওই মেয়েটির শ্বাসনালিতে কোনওভাবে চুইংগাম আটকে যায়৷ ফলে দম আটকে আসছিল তার৷ রাস্তায় দাঁড়ানো যুবকদের তা জানাতেই দ্রুত প্রয়োজনীয় শুশ্রুষা করে মেয়েটির শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বের করে তার প্রাণ বাঁচান এক যুবক৷ গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে৷

advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বালিকা৷ তার ঠিক উল্টো দিকেই চারজন যুবক সবজি কিনছিলেন৷ সাইকেলে ওঠার আগে একটি চুইং গাম মুখে দিতে দেখা যায় ওই বালিকাকে৷ এর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় সাইকেল ঘুরিয়ে ওই যুবকদের কাছে গিয়ে কিছু বলছে ওই বালিকা৷ এর পরই ওই বালিকার প্রাণ বাঁচাতে সচেষ্ট হন এক যুবক৷

advertisement

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই বালিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে চাপ দিয়ে তার গলার এবং বুকের কাছে হাত দিয়ে জোরে জোরে ঘষছেন এক যুবক৷ যাতে ওই বালিকার শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বেরিয়ে আসে৷ এই পদ্ধতিতে কাজও হয়৷ শেষ পর্যন্ত ওই যুবকের তৎপরতাতেই ওই বালিকার মুখ থেকে চুইং গাম বেরিয়ে আসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যেভাবে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ওই বালিকার মুখ থেকে চুইং গাম বের করে তার প্রাণ রক্ষা করেন ওই যুবক এবং তাঁর সঙ্গীরা, সমাজমাধ্যমে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছে৷ পাশাপাশি, যেভাবে বিপদ আন্দাজ করে আট বছরের ওই বালিকাও গিয়ে যুবকদের থেকে সাহায্য চায়, তাতে তার বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন অনেকে৷ কেরলের শিক্ষামন্ত্রী ভি সিবানকুট্টিও ওই যুবকদের প্রশংসা করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala News: শ্বাসনালিতে আটকে চুইংগাম, কীভাবে ৮ বছরের বালিকার প্রাণ বাঁচালেন যুবক? দেখুন রূদ্ধশ্বাস ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল