এক ব্যক্তি থানায় অভিযোগ জানায় যে টেম্পো করে তিনি টমেটো নিয়ে এসে গাড়িটি সান্তাক্রুজের শাস্ত্রীনগরে এলাকায় পার্ক করে চলে যান ৷ পরে যখন তিনি গাড়ি থেকে মাল নামাতে যান তখন তিনি দেখেন প্রায় ২,৬০০ কেজি টমেটো চুরি হয়ে গিয়েছে ৷
তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে চুরির চার ঘণ্টার মধ্যে সিওন কোলিওয়াড়ার অ্যান্টপ হিলে হানা দিয়ে ধৃতকে গ্রেফতরা করে পুলিশ ৷ তার কাছ থেকে ১,৯৮৮ কেজি টমেটো উদ্ধার করেছে পুলিশ ৷ এরপর ধৃতকে সান্তাক্রুজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে ৷ কেন তিনি টমেটো চুরি করেছিলেন সে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
Location :
First Published :
July 16, 2016 4:00 PM IST