জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাকেশ৷ শুক্রবার কানে ব্লুটুথ হেডফোন লাগিয়েই পড়াশোনা করছিলেন তিনি৷ সেই সময় ব্লুটুথ হেডফোন ডিভাইসটি একই সঙ্গে চার্জেও বসানো ছিল বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে পুলিশ৷ তখন প্রবল শব্দ করে ফেটে যায় সেটি৷
হেডফোনটি ফেটে যাওয়ার পরই সংজ্ঞা হারান রাকেশ৷ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ওই যুবকের দু' কানেই গুরুতর আঘাত লেগেছিল৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় রাকেশের৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বছরের শুরুতেই বিয়ে হয়েছিল রাকেশের৷ ভাই বোনেদের মধ্যে তিনিই ছিলেন সবথেকে বড়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 4:04 PM IST