TRENDING:

লোকসভা কেন্দ্র পরিদর্শনের মাঝেই রাহুলের গালে হঠাৎ চুমু, লোকারণ্য এলাকা

Last Updated:

সমর্থকের প্রবল ভালবাসা পেয়েছেন রাহুল । সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েনাড: এই মুহূর্তে কেরল সফরে গিয়েছেন ওয়েনাডের সাংসদ রাহুল । বন্যা পরবর্তী কেরলের পরিস্থিতি খতিয়ে দেখতে ওয়েনাডে গিয়েছেন তিনি । সেখানেই এক সমর্থকের প্রবল ভালবাসা পেয়েছেন রাহুল । সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
advertisement

ওয়েনাডের বাসিন্দাদের ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন যে বন্যায় যা সমস্যা হয়েছে সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হবে, যোগাযোগ ব্যবস্থাও ঠিক করা হবে, জানিয়েছেন রাহুল । সেখানেই রাহুলের বিদায় নেওয়ার সময় তাঁর গাল ধরে রীতিমত চুমু খেয়েছেন এক সমর্থক ।

advertisement

ভিডিওতে দেখা গিয়েছে একটি ধূসর টি-শার্ট পড়ে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে রয়েছেন রাহুল । গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি ও তখনই গাড়ির খোলা জানলা দিয়ে প্রথমে রাহুলের সঙ্গে করমর্দন করেন তিনি ও পরে তাঁকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়েছেন তিনি । তবে ভিডিওতে রাহুলকে নির্বিকারই দেখা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা কেন্দ্র পরিদর্শনের মাঝেই রাহুলের গালে হঠাৎ চুমু, লোকারণ্য এলাকা