নভেম্বর মাস মানেই বিয়ের সিজন শুরু ৷ কিন্তু মাসের শুরুতেই প্রধানমন্ত্রী মোদির একটা ঘোষণায় এখন তীব্র সমস্যায় গোটা দেশ ৷ হাতে টাকা নেই গরীব থেকে ধনি প্রায় কারোর কাছেই ৷ সংসার চালাতেই তাই অনেক বুঝেশুনে চলতে হচ্ছে প্রত্যেককেই ৷ সেখানে বিয়ের মতো বাড়ির বড় অনুষ্ঠান আয়োজন করতে এখন সমস্যায় পড়াটাই স্বাভাবিক ৷ সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ সম্প্রতি ভাইরাল ৷ সেটা হল এলাকার ডিসিপি-র দ্বারা যাচাই করা বিয়ের কার্ড দেখালেই নাকি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা তুলতে পারা যাবে ৷ এই খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা জানিয়েছে দিল্লি পুলিশ ৷ এই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছেন উত্তর দিল্লির ডিসিপি মধুর শর্মা ৷ তিনি আরও জানিয়েছেন, যে ব্যক্তিরা এই ভুয়ো খবরটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৫ ধারায় পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2016 9:00 PM IST