TRENDING:

বিয়ের কার্ড দেখালে মিলবে পাঁচ লক্ষ ! গুজবে কান দেবেন না, জানাল দিল্লি পুলিশ

Last Updated:

যে ব্যক্তিরা এই ভুয়ো খবরটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৫ ধারায় পদক্ষেপ নেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে এখন নোট নিয়ে হাহাকার ৷ ব্যাঙ্ক-এটিএমের সামনে বিশাল লাইন ৷ অনেকেই টাকা তুলতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছেন ৷ এই সময় যাদের বিয়ে, তাঁরা এখন সবচেয়ে বেশি সমস্যায় ৷ কারণ কার্ড বা চেকে সব জায়গায় টাকা মেটানো তো সম্ভব নয় ৷ বিয়ের ফুল থেকে মিষ্টি, অনেক জায়গাতেই প্রয়োজন হচ্ছে নগদ টাকা ৷ আর ৫০০ ও ১০০০ টাকার নোট দিলে, সেটা কেউই নিতে চাইছে না ৷ এছাড়া অগ্রিম টাকা দেওয়ার বিষয়টা তো আছেই ৷ এদিকে আবার স্টকে থাকা নোটও প্রায় ফুরিয়ে আসছে ৷ এই অবস্থায় সব পাওনাদারদের টাকা মেটানোটাই কঠিন ৷ মেয়ের বাবাদের মাথায় তাই হাত ৷ কী হবে এখন!
advertisement

নভেম্বর মাস মানেই বিয়ের সিজন শুরু ৷ কিন্তু মাসের শুরুতেই প্রধানমন্ত্রী মোদির একটা ঘোষণায় এখন তীব্র সমস্যায় গোটা দেশ ৷ হাতে টাকা নেই গরীব থেকে ধনি প্রায় কারোর কাছেই ৷ সংসার চালাতেই তাই অনেক বুঝেশুনে চলতে হচ্ছে প্রত্যেককেই ৷ সেখানে বিয়ের মতো বাড়ির বড় অনুষ্ঠান আয়োজন করতে এখন সমস্যায় পড়াটাই স্বাভাবিক ৷ সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ সম্প্রতি ভাইরাল ৷ সেটা হল এলাকার ডিসিপি-র দ্বারা যাচাই করা বিয়ের কার্ড দেখালেই নাকি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা তুলতে পারা যাবে ৷ এই খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা জানিয়েছে দিল্লি পুলিশ ৷  এই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছেন উত্তর দিল্লির ডিসিপি মধুর শর্মা ৷ তিনি আরও জানিয়েছেন, যে ব্যক্তিরা এই ভুয়ো খবরটি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৫০৫ ধারায় পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের কার্ড দেখালে মিলবে পাঁচ লক্ষ ! গুজবে কান দেবেন না, জানাল দিল্লি পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল