TRENDING:

'আপনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, রেকর্ড হবে,' CCTV-কটাক্ষে অমিত শাহকে জবাব কেজরির

Last Updated:

গত বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আপ এ বারও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লিতে ভোটের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে৷ লোকসভা ভোটের সাফল্যকে অব্যাহত রাখতে দিল্লিতে মরিয়া প্রচার চালাচ্ছে বিজেপি৷ অন্যদিকে গত বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আপ এ বারও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী৷
advertisement

এই পরিস্থিতিতে একাধিক ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিয়ে লেখেন, 'দিল্লির মানুষ এখনও ফ্রি wifi, ১৫ লক্ষ সিসিটিভি ক্যামেরা খুঁজছেন৷ খুঁজছেন নতুন কলেজ, হাসপাতাল৷ এই সবই তো আপ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গতবার৷'

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে কটাক্ষ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বললেন, 'অমিত শাহ দিল্লিতে সিসিটিভি কোথায়, খুঁজে পাচ্ছেন না৷ আচ্ছা, আমি আপনাকে নিশ্চিত করছি, দূরবীন লাগবে না, খালি চোখটা একটু বড় করে প্রতিটি লেনে নজর দিন৷ আপনিও যখন বাড়ি বাড়ি প্রচার চালাবেন, সিসিটিভি-তে রেকর্ড হবে৷'

advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমাদের প্রচার হবে ইতিবাচক৷ আমরা গালিগালাজের রাজনীতি করি না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এক দফায়, ৮ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে তিন দিন পর ১১ ফেব্রুয়ারি। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ১২ জানুয়ারি থেকে। সেই সময়সীমা শেষ হবে ২১ জানুয়ারি। তার পরের দিন স্ক্রুটিনি হবে মনোনয়নপত্রগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আপনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, রেকর্ড হবে,' CCTV-কটাক্ষে অমিত শাহকে জবাব কেজরির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল