কয়েকদিন আগেই বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল (Ramdev Viral video)৷ তাতে দেখা গিয়েছিল যে যোগগুরু অনেকে সঙ্গে বসে যোগাসন করছেন৷ সেখানেই তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বোকা বিজ্ঞান বলে মস্করা করছেন (Modern science) ৷ এতেই মারাত্মক চোটে যান দেশের চিকিৎসক কূল৷ করোনা পরিস্থিতিতে যেভাবে রাত দিন এক করে তাঁরা চিকিৎসা করছেন তার পরে তাঁদের নিয়ে এধরণের ঠাট্টা মোটেই ভালভাবে নেননি তাঁরা৷ তাই তো যোগগুরু রামদেবকে আগেই নোটিশ পাঠিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)৷ রামদেবের মন্তব্যকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে তাঁর মন্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে তাঁকে চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Health Minister Harsh vardhan)। চাপের মুখে ক্ষমা চাইলেও, পাল্টা অ্যালোপ্যাথি নিয়ে ফের প্রশ্ন তোলেন যোগগুরু৷
advertisement
আরও পড়ুনIMA on Ramdev: আধুনিক বিজ্ঞান নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য, চিকিৎসদের ক্ষোভের মুখে রামদেব
এবার আইনি নোটিশে পাঠিয়ে আইএমএ তাঁকে অপরাধ হিসাবে উল্লেখ করে শাস্তি ও জরিমানার কথাও বলা জানিয়েছে। যোগগুরুকে স্পষ্ট কথায় সতর্ক করে জানানো হয়েছে যে, এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তাঁর আগের বক্তব্যের ভিডিও যেমন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল, তেমনিভাবে বাবা রামদেবেরও ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করা উচিত। এছাড়াও লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাঁকে ১ হাজার কোটি (1 thousand crore) টাকা জরিমানা দিতে হবে।
পতঞ্জলির করোনিল নিয়েও আপত্তি তুলেছে আইএমএ৷ করোনার চিকিৎসার জন্য যে ভাবে করোনিলের প্রচার হয়েছে তা অত্যন্ত বিভ্রান্তিমূলক বলে তাদের দাবি৷ এই সমস্ত প্রচার বন্ধ করতে হবে সংস্থাকে না হলে অভিযোগ দায়ের করবে আইএমএ৷