TRENDING:

কর্নাটকে সরকার ফেলায় ভূমিকা ছিল বিজেপি সভাপতির, ইয়েদুরাপ্পার স্বীকারোক্তির ভিডিও ফাঁস

Last Updated:

৭ মিনিটের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, গত ২৬ অক্টোবর হুবলিতে একটি সভার ফাঁকে দলের কোর কমিটির বৈঠকে ইয়েদুরাপ্পা দলের সদস্যদের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: একটি ভিডিও হঠাত্‍ চরম অস্বস্তিতে ফেলল বিজেপি-কে৷ ভাইরাল হওয়া সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা স্বীকার করছেন, কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার ফেলার পিছনে বিজেপি সভাপতি ও বিজেপি-র ভূমিকা ছিল৷ 'অপারেশন কমলা'-র সাহায্যে কংগ্রেস ও জেডিএস-এর বিধায়কদের ইস্তফা দেওয়া করিয়ে সরকার ফেলে দেওয়া হয় কর্নাটকে৷
advertisement

advertisement

৭ মিনিটের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, গত ২৬ অক্টোবর হুবলিতে একটি সভার ফাঁকে দলের কোর কমিটির বৈঠকে ইয়েদুরাপ্পা দলের সদস্যদের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন৷ তিনি বলছেন, 'আজ আপনারা যে ভাবে কথা বললেন, আমার মনে হয় না, এই সরকার আপনারা চালিয়ে যেতে ইচ্ছুক৷ এই নির্বাচন (উপনির্বাচন) জিতি বা হারি, সেটা অন্য কথা৷ কিন্তু এরকম একটি সময়ে, আপনাদের মধ্যে একজনও বললেন না, অন্য দল থেকে আসা বিধায়কদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন৷ আপনারা সবাই জানেন, ১৭ জন বিধায়কের সিদ্ধান্ত, তাই তো? এই ঘরে যাঁরা রয়েছেন, সকলেই জানেন, ওই বিধায়কদের মুম্বই সরিয়ে নিয়ে যাওয়াটা ইয়েদুরাপ্পার সিদ্ধান্ত ছিল না৷ দলের সর্বভারতীয় সভাপতির সিদ্ধান্ত ছিল৷ আড়াই মাস ধরে, ওই বিধায়করা নিজেদের কেন্দ্রে যেতে পারেননি, এমনকী নিজেদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেননি৷ মুম্বইয়েই থেকে গিয়েছিলেন৷'

advertisement

এরপরই ইয়েদুরাপ্পা বলছেন, 'এমন একটা সময়, যখন আমরা আরও হয়তো ৩-৪টি টার্ম বিরোধী দল হয়েই থেকে যেতাম, তখন আমরা কর্নাটকের ক্ষমতায় ফিরেছি৷ ওরা (কংগ্রেস ও জেডিএস) সুপ্রিম কোর্টে সব রকমের চেষ্টা করেছিল৷ অন্য দল থেকে আসা বিধায়কদের আস্থা অর্জন ও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়, আপনাদের চোখে আজ হয়তো আমি অপরাধী৷ আমি অপরাধ করেছি৷ আমার মনে হয়, এই বৈঠকে আসাই আমার উচিত হয়নি৷ ওই বিধায়করা কিন্তু আমাদের উপর বিশ্বাস রেখেই দলে এসেছেন৷ আমি আপনাদের আচরণ খুবই মর্মাহত৷'

advertisement

ইয়েদুরাপ্পার এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি news18bangla.com৷ খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন৷

আরও ভিডিও: কর্নাটকে আস্থা ভোটে হেরে গেল কংগ্রেস-জেডিএস সরকার

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কর্নাটকে সরকার ফেলায় ভূমিকা ছিল বিজেপি সভাপতির, ইয়েদুরাপ্পার স্বীকারোক্তির ভিডিও ফাঁস