এমনই একটি ঘটনা ঘটে জুন মাসে৷ দোহা-সিরাজ ফ্লাইটে হঠাৎই ভিক্ষা করতে দেখা যায় এক ব্যক্তিকে৷ জানা যায় তিনি ইরানের বাসিন্দা৷ কিন্তু কীভাবে প্লেনে উঠে পড়লেন তিনি? কাতার এয়ারওয়েজের কর্মীরা জানান, তিনি টিকিট কেটেই প্লেনে উঠেছেন৷ যেই টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার টাকা৷ তাহলে কেন ভিক্ষা করতে হল তাকে? জানা যায় টিকিট কাটার পর তার কাছে আর কোনও টাকা ছিল না৷ তাই ফ্লাইটেই ভিক্ষার ঝুলি বাড়িয়ে দেন তিনি৷ ফারসিভাষী এই ব্যক্তির ভিডিও করেছিলেন যেই মহিলা তিনিই বিষয়টি বুঝিয়ে দেন৷
advertisement
দ্বিতীয় যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেটা অবশ্য ঘটেছে এ দেশেই৷ অক্টোবর মাসে তেলেঙ্গানায় পালিত হয় বাথুকম্মা উৎসব৷ আর সেই উৎসবের রেশ ধরে রাখতে হায়দরাবাদ-মুম্বইগামী ফ্লাইটে বাথুকম্মা গানের সঙ্গে নেচে যাত্রীদের অভ্যর্থনা জানান এয়ারহস্টেসরা৷ মুগ্ধ যাত্রীদের করা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷
দেখে নিন দুটো ভিডিওই,