TRENDING:

১১২-তে ‘আউট’ বিশ্বের প্রবীণতম পুরুষ

Last Updated:

১১২ বছরে গিয়ে অবশেষে ম্যারাথন ইনিংস থামল জাপানের ইয়াসুতারো কোয়েডের ৷ তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ ৷ বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে গিনেস বুকেও গতবছর জায়গা করে নিয়েছিলেন এই জাপানি বৃদ্ধ ৷ অবশেষে ১১২ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও:  ১১২ বছরে গিয়ে অবশেষে ম্যারাথন ইনিংস থামল জাপানের ইয়াসুতারো কোয়েডের ৷ তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ ৷ বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে গিনেস বুকেও গতবছর জায়গা করে নিয়েছিলেন এই জাপানি বৃদ্ধ ৷ অবশেষে ১১২ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷ ১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের রাজধানী টোকিও-র উত্তর পশ্চিমে ফুকুই প্রদেশে জন্মগ্রহণ করেন ইয়াসুতারো ৷ তারপর ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে গিয়েছেন তিনি ৷ সর্বদা প্রাণখোলা এই মানুষটি বার্ধক্যজনিত রোগে বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন ৷ কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন ৷ অবশেষে হৃদযন্ত্র বিকল হওয়াতেই মৃত্যু হল ইয়াসুতারোর ৷ তবে তিনি প্রবীণতম পুরুষ হলেও পৃথিবীর প্রবীণতম জীবিত ব্যক্তি কিন্তু একজন মহিলা ৷ তাঁর নাম সুনা মুশেট জোন্স। সুনার জন্ম ১৮৯৯ সালে, আমেরিকায়। বর্তমানে তাঁর বয়স ১১৬ বছর।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
১১২-তে ‘আউট’ বিশ্বের প্রবীণতম পুরুষ