TRENDING:

১১২-তে ‘আউট’ বিশ্বের প্রবীণতম পুরুষ

Last Updated:

১১২ বছরে গিয়ে অবশেষে ম্যারাথন ইনিংস থামল জাপানের ইয়াসুতারো কোয়েডের ৷ তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ ৷ বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে গিনেস বুকেও গতবছর জায়গা করে নিয়েছিলেন এই জাপানি বৃদ্ধ ৷ অবশেষে ১১২ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও:  ১১২ বছরে গিয়ে অবশেষে ম্যারাথন ইনিংস থামল জাপানের ইয়াসুতারো কোয়েডের ৷ তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ ৷ বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে গিনেস বুকেও গতবছর জায়গা করে নিয়েছিলেন এই জাপানি বৃদ্ধ ৷ অবশেষে ১১২ বছর বয়সে মৃত্যু হল তাঁর ৷ ১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের রাজধানী টোকিও-র উত্তর পশ্চিমে ফুকুই প্রদেশে জন্মগ্রহণ করেন ইয়াসুতারো ৷ তারপর ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে গিয়েছেন তিনি ৷ সর্বদা প্রাণখোলা এই মানুষটি বার্ধক্যজনিত রোগে বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন ৷ কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন ৷ অবশেষে হৃদযন্ত্র বিকল হওয়াতেই মৃত্যু হল ইয়াসুতারোর ৷ তবে তিনি প্রবীণতম পুরুষ হলেও পৃথিবীর প্রবীণতম জীবিত ব্যক্তি কিন্তু একজন মহিলা ৷ তাঁর নাম সুনা মুশেট জোন্স। সুনার জন্ম ১৮৯৯ সালে, আমেরিকায়। বর্তমানে তাঁর বয়স ১১৬ বছর।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
১১২-তে ‘আউট’ বিশ্বের প্রবীণতম পুরুষ