মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালাতে আসানসোলে আসেন যশবন্ত সিনহা ৷ প্রাক্তন বিজেপি মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ৷ মোদির নোটবন্দির সিদ্ধান্ত ভুল পদক্ষেপ বলে বর্ণনা করার সঙ্গে সঙ্গে একে একটি বড় ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘আমি মানতাম নোটবন্দি একটি ভুল পদক্ষেপ। কিন্তু এর পিছনে ভয়ংকর ষড়যন্ত্র ছিলো । তার প্রমাণ এখন দেশের সামনে আসছে । আমি বুঝতে পারি নি। মোদি আর অমিত শাহ এমন খেলা খেলবেন এটা বুঝতেই পারি নি।’
advertisement
যশবন্ত সিনহার মতে, দেশে বিপুল পরিমাণ কালাধনের উপস্থিতির কথা জানা সত্ত্বেও ৪০ শতাংশ কমিশনে সেগুলি সাদা করার সুযোগ করে দিয়েছেন মোদি-শাহ ৷ প্রশ্ন তুলেছেন, ‘কিভাবে কালো টাকা থাকা সত্ত্বেও ৯৯.০৩ শতাংশ টাকা ব্যাঙ্কে ফেরত আসে ৷ কারণ কালাধনকে সাদা করে দেওয়া হয়েছে ৷’
সাংসদ কেনা নিয়েও বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ৷ বলেন, ‘আজ বিজেপির কাছে যত টাকা আছে অন্য কোনো দলের কাছে নেই। এবারের নির্বাচনে ম্যাজিক ফিগার পেতে বিজেপি অন্য দলকে হোলসেল রেটে অথবা সাংসদকে রিটেল রেটে কিনবে ৷’
সবমিলিয়ে নির্বাচনের মধ্যে প্রাক্তন দলের বিরুদ্ধে যশবন্ত সিনহার মুখে এমন বিস্ফোরক মন্তব্যে ফের উত্তেজনা রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে ৷