পুলিশ সূত্রে খবর, দিল্লির ব্রহ্মপুরি এলাকার বাসিন্দা মোহরাম আলি,তাঁর এক আত্মীয়ের সিম কার্ড থেকে এই হুমকি ফোনগুলি করেছিল ৷ মোহরাম আলির ওই আত্মীয়কে ফাঁসানোর উদ্দেশ্যেই তাঁর ফোন ব্যবহার করে একাধিক গুরুত্বপূর্ণ নাম্বারে ফোন করে বোমা বিস্ফোরণের হুমকি দেন ৷ মোহরাম আলি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর মেয়ের বিবাহিত জীবন নষ্ট করেছে তাই তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি এই কাজ করেছিলেন ৷ জেএনইউ নিয়ে এখন উত্তাল গোটা দেশ ৷ মোহরাম জানতেন, এরকম সময় কানহাইয়া কুমারের নামে হুমকি দিলে তা ভালোই উত্তেজনা ছড়াবে ৷
advertisement
Location :
First Published :
February 24, 2016 2:40 PM IST