TRENDING:

‘ কানহাইয়া কুমারকে না ছাড়া হলে উড়িয়ে দেব দিল্লি বিমানবন্দর’

Last Updated:

কানহাইয়া কুমারকে ছাড়ার জন্য বিমানবন্দর ওড়ানোর হুমকি দেওয়ার জন্য থেকে ষাট বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ ৷ বিমানবন্দর ওড়ানো ছাড়াও একাধিক হুমকি ফোন করার অভিযোগ রয়েছে ধৃতের নামে ৷ গত শুক্রবার দিল্লি বিমান বন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসে পুলিশের কাছে ৷ ফোনে বলা হয়, ‘কানহাইয়া কুমারকে ছাড়া না হলে ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল উড়িয়ে দেওয়া হবে ৷’ ঠিক একই ভাষায় ওই দিনই দিল্লি রেলওয়ে স্টেশনে ফোন করে হুমকি দেওয়া হয় ৷ সিম কার্ড লোকেটারের সাহায্যে হুমকিদাতা মোহরাম আলিকে খুঁজে বার করে বুধবার গ্রেফতার করে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কানহাইয়া কুমারকে ছাড়ার জন্য বিমানবন্দর ওড়ানোর হুমকি দেওয়ার জন্য থেকে ষাট বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ ৷ বিমানবন্দর ওড়ানো ছাড়াও একাধিক হুমকি ফোন করার অভিযোগ রয়েছে ধৃতের নামে ৷ গত শুক্রবার দিল্লি বিমান বন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসে পুলিশের কাছে ৷ ফোনে বলা হয়, ‘কানহাইয়া কুমারকে ছাড়া না হলে ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল উড়িয়ে দেওয়া হবে ৷’ ঠিক একই ভাষায় ওই দিনই দিল্লি রেলওয়ে স্টেশনে ফোন করে হুমকি দেওয়া হয় ৷ সিম কার্ড লোকেটারের সাহায্যে হুমকিদাতা মোহরাম আলিকে খুঁজে বার করে বুধবার গ্রেফতার করে পুলিশ ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, দিল্লির ব্রহ্মপুরি এলাকার বাসিন্দা মোহরাম আলি,তাঁর এক আত্মীয়ের সিম কার্ড থেকে এই হুমকি ফোনগুলি করেছিল ৷ মোহরাম আলির ওই আত্মীয়কে ফাঁসানোর উদ্দেশ্যেই তাঁর ফোন ব্যবহার করে একাধিক গুরুত্বপূর্ণ নাম্বারে ফোন করে বোমা বিস্ফোরণের হুমকি দেন ৷ মোহরাম আলি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর মেয়ের বিবাহিত জীবন নষ্ট করেছে তাই তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি এই কাজ করেছিলেন ৷ জেএনইউ নিয়ে এখন উত্তাল গোটা দেশ ৷ মোহরাম জানতেন, এরকম সময় কানহাইয়া কুমারের নামে হুমকি দিলে তা ভালোই উত্তেজনা ছড়াবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘ কানহাইয়া কুমারকে না ছাড়া হলে উড়িয়ে দেব দিল্লি বিমানবন্দর’