এই তিন দেশের পাসপোর্ট থাকলে ১৯২ টি দেশে প্রবেশ করা যাবে। ভারত রয়েছে ৮৭ নম্বর স্থানে। রাশিয়ার স্থান ৫০, এই পাসপোর্টে ১১৯টি দেশে প্রবেশ করা যাবে। চিনের স্থান ৬৯ নম্বরে, এই দেশের পাসপোর্টে ৮০টি দেশে প্রবেশ করা সম্ভব। আফগানিস্তান রয়েছে সবচেয়ে নীচে, এই দেশের পাসপোর্ট দিয়ে ২৭টি দেশে প্রবেশ করা সম্ভব।
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির ঘটনা থেকে শিক্ষা, পাল্টে যাচ্ছে ২১ জুলাইয়ের মঞ্চ! বিরাট নিরাপত্তা ব্যবস্থা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ
১. জাপান
২. সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া (যৌথভাবে)
৩. জার্মানি, স্পেন
৪ ফিনল্যান্ড, ইতালি লুক্সেমবার্গ
৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন
৬. ফ্রান্স, আইসল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য
৭. বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
৮. অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রিস, মাল্টা
৯. হাঙ্গেরি
১০. লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া
বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট
১. আফগানিস্তান
২. ইরাক
৩. সিরিয়া
৪. পাকিস্তান
৫. ইয়েমেন
৬. সোমালিয়া
৭. নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড
৮. উত্তর কোরিয়া
৯. বাংলাদেশ, কসোভো, লিবিয়া
১০. কঙ্গো, লেবানন, শ্রীলঙ্কা, সুদান
আরও পড়ুন: 'সব জেলাকে অ্যালার্ট করছি', ২১ জুলাইয়ের আগেই বড় বার্তা তৃণমূল নেত্রী মমতার
বিশ্বের ৯ম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।
ব্রিটেন তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিনে, মার্কিন পাসপোর্ট দিয়ে ১৮৬টি দেশে প্রবেশ করা যাবে। হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্বের নাগরিকত্বের মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। কোন দেশ ভিসা ফ্রি অথবা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ সুবিধা দেয়, সেই তথ্য তুলে ধরে এই সংস্থা।