TRENDING:

১ কেজির দাম ৮৫ হাজার! এ বার পৃথিবীর সবচেয়ে দামি সব্জির চাষ হচ্ছে ঘরের কাছেই

Last Updated:

ইউরোপের দেশগুলিতে এই গুল্মটি বেশ প্রচলিত । এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বকের জেল্লা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: পাশের রাজ্য বিহার । সেই প্রতিবেশী রাজ্যেই এ বার চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি সব্জির । এক কেজির দাম ‘মাত্র’ ৮৫ হাজার টাকা । বহুমূল্য এই সব্জির নাম হুপ-শটস । ইউরোপের দেশগুলিতে এই গুল্মটি বেশ প্রচলিত । এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বকের জেল্লা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার ।
advertisement

বিহারের ঔরঙ্গাবাদ জেলায় পরীক্ষামূলক ভাবে এই সব্জি চাষ করছেন অমরেশ সিং নামের বছর আটত্রিশের এক যুবক । হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজের ছাত্র অমরেশ এ দেশে প্রথম এই সব্জির চায় শুরু করলেন । নিজের ৫ কাঠা জমির উপর এখন তাঁর হুপ-শটস সব্জির ক্ষেত ।

এই সব্জির এক কেজির দাম ১ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ হাজার টাকা । ভারতের বাজারে খুব কমই পাওয়া যায় এই হুপ-শটস । অনেক সময় বিশেষ অর্ডারের উপর বাজারে আনা হয় এই সব্জি । সেই সব্জির চাষ এ বার নিজের দেশে শুরু করতে পেরে অমরেশ দারুণ খুশি । নিজেই জানালেন, অন্তত ৬০ শতাংশ ফলন সফলভাবে হবে বলে আশা করেন তিনি । অমরেশ জানালেন, কেন্দ্রীয় সরকার এখন এই চাষের জন্য জোর দিচ্ছি । যদি কৃষকরা সফলভাবে এই সব্জির চাষ করতে পারেন, তা হলে দু’বছরে তাঁদের আয় অন্তত ১০ গুণ বেড়ে যাবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

অমরেশের এই চাষের ক্ষেত বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন বারাণসীর ইন্ডিয়ান ভেজেটিবল রিসার্চ ইন্সস্টিটিউটের এগ্রিকালচারাল বিজ্ঞানী ডঃ লাল । অমরেশ জানালেন, বারাণসীর ওই ইন্সস্টিটিউট থেকে হুপ-শটসের চারা কিনে ২ মাস আগে নিজের জমিতে লাগিয়েছিলেন তিনি । অমরেশের আশা, রাজ্যের কৃষিক্ষেত্রে লাভের দিক থেকে দৃষ্টান্ত তৈরি করবে এই চাষ ।

বাংলা খবর/ খবর/দেশ/
১ কেজির দাম ৮৫ হাজার! এ বার পৃথিবীর সবচেয়ে দামি সব্জির চাষ হচ্ছে ঘরের কাছেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল