এইচআইভি-র কি কোনও চিকিৎসা নেই?
এইচআইভি আক্রান্ত মানেই জীবনের শেষ, এমনটা ভাবা অর্থহীন ৷ মনকে দুর্বল করা ৷ নিজেকে লুকিয়ে না রেখে, বরং সাহায্য নিন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন ৷ এইচআইভই, এইডসের চিকিৎসা নিয়ে এখনও নানারকম নতুন নতুন পরীক্ষা-নীরিক্ষা চলছে ৷ তবুও, চিকিৎসা রয়েছে যার ফলে প্রতিদিন রক্তে এইচআইভি ভাইরাসের পরিমাণ কমানোর চেষ্টা করা হয় ৷ যাতে স্বাভাবিক ‘ইমিউন’ শক্তি ফিরে পায় শরীর ৷ আর সবার প্রথমে এটা মনে রাখতে হবে, এইডস ছোঁয়াচে নয় ৷ তাই এইডস হওয়া মানেই একঘরে হয়ে যাওয়া বা করে দেওয়া চরম অজ্ঞতার লক্ষণ ৷
advertisement
ডাক্তারের পরামর্শ৷ তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়েই জট খুলবে এইডস নিয়ে নানারকম উড়তি খবরের ৷ দৈনদ্দিন যৌনচর্চায় যদি আশঙ্কা থাকে এইডসের বা অন্য কোনও উপায়েও যদি এইচআইভি হওয়ার আশঙ্কা ভোগেন, তাহলে দুশ্চিন্তা নয়, বরং রক্ত পরীক্ষা করান ৷ ডাক্তারের সঙ্গে আলোচনা করে সঠিক পদক্ষেপ নিন ৷
পরিচালক অনিরের ‘মাই ব্রাদার নিখিল’-এ এইচআইভি আক্রান্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিল তাঁর পরিবার, বন্ধুগণ ৷ ‘ফির মিলেঙ্গে’ ছবিতে এইডসে আক্রান্ত প্রেমিককে ভরসা জুগিয়ে ছিল প্রেমিকা ৷ তাই হয়তো সহজ হয়েছিল, কঠিন পথ৷ প্রিয় মানুষদের সঙ্গ পেয়ে সাহস এসেছিল প্রাণে ৷ তাই চিকিৎসার সঙ্গে সঙ্গে এইচআইভি আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোটা ই প্রধান দায়িত্ব ৷ আসুন না, বিশ্ব এইডসে দিবসে শপথ করি, একটু সচেতন হওয়ার, আরও একটু বেশি করে কাছে টেনে নেওয়া, আর বলা ‘হাল ছেড়ো না বন্ধু! ’