এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি লেখেন, “কচ্ছের সাহসী মায়েরা এবং বোনেরা, যাঁরা ১৯৭১ সালের যুদ্ধে সাহস এবং বীরত্বের একটা আশ্চর্যজনক উদাহরণ তৈরি করেছিলেন, সম্প্রতি গুজরাত সফরের সময় আমাকে একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ, বিশ্ব পরিবেশ দিবসে, আমি সেই গাছটি নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে রোপণ করার সৌভাগ্য পেয়েছি। এই গাছটি আমাদের দেশের নারীদের শক্তির সাহস এবং অনুপ্রেরণার একটি শক্তিশালী প্রতীক হিসাবে থাকবে৷”
advertisement
সংবাদ সংস্থা ANI প্রধানমন্ত্রীর সেই গাছ রোপণ ও জল দেওয়ার সেই ভিডিও শেয়ার করেছে।
আরও পড়ুন: তিনজন কিশোর, সবেচেয়ে ছোট যে তার বয়স ১৩! কর্ণাটকে ৩রা জুনের চিঠি ঘিরে ঘনাচ্ছে রহস্য
পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটকের মৃত্যুর প্রত্যাঘাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করেছিল ভারত৷ ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার প্রত্যাঘাত ছিল এই অপারেশন৷
সম্প্রতি বিহারের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদি বলেছিলেন, “আমার শিরায় রক্ত নয়, সিঁদুর প্রবাহিত হয়৷” তাঁর হুঁশিয়ারি ছিল, ‘‘ভারতের শত্রুরা এখন জানে যখন সিঁদুর বারুদে পরিণত হয় তখন এর পরিণতি কী হয়।”