আগরতলা: একটি চাঞ্চল্যকর ঘটনায়, ত্রিপুরার গোমতি জেলায় একটি চলন্ত গাড়িতে দুই প্রতিবেশী দ্বারা এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে। মহারানির মিঠুন দেবনাথ (২৪) এবং বাওয়ার দেববর্মা (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, গোমতি জেলার উদয়পুর রেলওয়ে স্টেশনের কাছে। নির্যাতিতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। মন্দির পরিদর্শনের পর, দুই ছেলে তাকে একটি গাড়িতে উদয়পুর রেলওয়ে স্টেশনে নিয়ে যায় এবং পথে তারা তাকে ধর্ষণ করে, পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা PTI।
advertisement
“মহিলা তার প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। মন্দির পরিদর্শনের পর, ওই দুই যুবক তাকে একটি গাড়িতে উদয়পুর রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। পথে, মিঠুন এবং বাওয়ার তাকে চলন্ত গাড়িতে ধর্ষণ করে“, আরকে পুর মহিলা থানার অফিসার-ইন-চার্জ নিভা সিনহা সংবাদ সংস্থাকে জানিয়েছেন।
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, রাত ১০টার দিকে তারা ফিরে আসার সময় একটি চেকপোস্টে গাড়িটি থামানো হয় এবং তিনজনকে উদয়পুর উপবিভাগের কাকরাবান চেকগেটে আটক করা হয়। নিভা সিনহা বলেন, “মহিলা তখন বলেন, তাকে দুই যুবক ধর্ষণ করেছে। আমরা তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি“, তিনি বলেন। ওই আধিকারিক আরও বলেন, “জিজ্ঞাসাবাদের সময়, মহিলা দাবি করেন যে তাকে তার দুই সঙ্গী ধর্ষণ করেছেন। আমরা তখন তাদের আরকে পুর মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি“।
আরও পড়ুন: সারাদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন থেকে? জানাল হাওড়া সিটি পুলিশ
শুক্রবার নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে, দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে অগ্রগতি প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানান, একটি ফরেনসিক দল সেই গাড়িটি পরীক্ষা করেছে যেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। তদন্তের অংশ হিসেবে ভুক্তভোগীকে তার বিবৃতি নিবন্ধন করার জন্য একটি লোকাল আদালতে উপস্থাপন করা হয়েছে।