TRENDING:

Suitcase Body: রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে

Last Updated:

Suitcase Body:পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ তার পর তাঁকে সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : ফের সুটকেসে উদ্ধার নারীদেহ৷ এ বার চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুর৷ বুধবার শহরের এক রেলওয়ে ব্রিজের কাছে ছেঁড়া, পুরনো সুটকেসের ভিতর থেকে পাওয়া গেল এক মহিলার নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তাঁকে খুন করা হয়েছে৷ বেঙ্গালুরু শহর লাগোয়া চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়৷ তদন্তকারীদের ধারণা, চলন্ত ট্রেন থেকে সুটকেসটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে৷
চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়
চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়
advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ তার পর তাঁকে সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়৷ মৃতার নাম, বয়স এবং ঠিকানা জানার চেষ্টা চলছে৷ উদ্ধার হওয়া দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷ এই ঘটনার তদন্তে পুলিশের কাছে দায়ের করা হয়েছে এফআইআর৷

advertisement

আরও পড়ুন : এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন

বেঙ্গালুরুর পুলিশ সুপার সি কে বাবা জানিয়েছেন, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি৷ মনে করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে নিথর দেহ ভর্তি সুটকেস ছু়ড়ে ফেলা হয়েছে৷ মৃতার বয়স আনুমানিক ১৮ বছর৷ সুটকেসে তাঁর দেহ ছাড়া অন্য কোনও জিনিস ছিল না৷ ফলে তাঁর পরিচয় এখনও অজ্ঞাত৷’’ এর আগে মার্চ মাসে এরকমই এক ঘটনায় ৩২ বছর বয়সি গৌরী অনিল সম্বেকরের দেহ উদ্ধার হয় বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় এক বসতবাড়ি থেকে৷ তাঁর স্বামী রাকেশকে গ্রেফতার করা হয় পুণা থেকে৷ পরবর্তীতে তিনি গৌরীর বাবা মাকে ফোন করে অপরাধ স্বীকার করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সম্বেকর দম্পতি আদতে মহারাষ্ট্রের বাসিন্দা৷ তাঁরা বিয়ে করেছিলেন বছর দুয়েক আগে৷ পরবর্তীতে বেঙ্গালুরুতে থাকতে চলে আসেন৷ রাকেশ কাজ করতেন আইটি ফার্মে প্রজেক্ট ম্যানেজার হিসেবে৷ গৌরী সে সময় চাকরি খুঁজছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Suitcase Body: রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল