তাঁর বিরুদ্ধে দীপক শর্মার বক্তব্য, ‘ইন্ডিয়াজ আল্টিমেট ওয়ারিয়র’ রিয়্যালিটি শো-এ তাঁর সঙ্গে আলাপ হয় জাতীয় ও রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। এই আলাপের সুবাদেই ক্রমশ বিনিয়োগ নিয়ে কথা হয় তাঁদের। গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে হেল্থ প্রডাক্টের ব্যবসায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন দীপক। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল বড় লভ্যাংশ পাবেন। কিন্তু তার পর তিনি কোনও টাকাই ফেরত পাননি।
advertisement
নিজের কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দীপক শর্মা জনপ্রিয় তাঁর বডিবিল্ডিংয়ের প্রতি প্যাশনের জন্য৷ বডিবিল্ডার এই জেলকর্তার অসংখ্য ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু তাঁর সব দাবিকে মিথ্যা বলে নস্যাৎ করেছেন রৌনক৷ তিনি ‘পলাতক’, এই দাবিও মানতে নারাজ রৌনক৷ বরং বলছেন যদি তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক৷
দীপকের মতো রৌনক এবং তাঁর স্বামী অঙ্কিত গুলিয়াও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়৷ রৌনকের স্বামী অঙ্কিতও পেশাদার কুস্তিগীর৷ দু’জনেরই ফ্যান ফলোয়িং ঈর্ষণীয়৷