TRENDING:

মিমের সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কোনওমতে সামাল দিয়ে দায় এড়ালেন ওয়াইসি

Last Updated:

বেঙ্গালুরুতে আসাদুদ্দিন ওয়াইসির সভায় উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ‘অমূল্য’ নামে এক যুবতী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আয়োজিত এই সভায় হঠাৎ মঞ্চে উঠে পড়েন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেঙ্গালুরুতে আসাদুদ্দিন ওয়াইসির সভায় উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ‘অমূল্য’ নামে এক যুবতী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আয়োজিত এই সভায় হঠাৎ মঞ্চে উঠে পড়েন৷ তারপর মাইক্রোফোন নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন৷ দ্রুত ঘটে যাওয়া ঘটনা প্রথমে বুঝতেই পারেননি সভার আয়োজকরা৷ বুঝতে পারতেই তাই কোনওমতে তাঁকে সরিয়ে দেওয়া হয় সভা মঞ্চ থেকে৷ মাইক্রোফোন কেড়ে নেন ওয়াইসি৷ পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে যায় অমূল্যকে৷
advertisement

ঘটনার পর ওয়াইসি জানান, ‘এই মন্তব্যের সঙ্গে মিম দলের কোনও যোগ নেই৷ দল এই মন্তব্যের বিরোধিতা করে৷ ওই মহিলাকে সভায় ডাকা একেবারেই উচিত হয়নি৷ আমি ওঁর তীব্র বিরোধিতা করছি৷ এই পরিস্থিতি হবে আমি যদি জানতাম, তাহলে এখানে আসতাম না৷ আমরা গর্বিত ভারতবাসী, তাই আমাদের শত্রু দেশ পাকিস্তানকে কখনই সমর্থন করা উচিত না৷’

advertisement

advertisement

ঘটনার পরে জেডিএসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই মহিলাকে সম্ভবত কোনও বিপক্ষ দলের হয়ে এখানে গোলমাল পাকানোর জন্য পাঠানো হয়েছিল৷ যাতে কর্মসূচী ভণ্ডুল হয়ে যায়, তাই এমনটা করতে চেয়েছিল কেউ কেউ৷ আমরা চাই, ঘটনার উচ্চ পর্যায়ের পুলিশি তদন্ত হোক৷’

বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি বি রমেশ জানিয়েছেন, ‘পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে৷ ১২৪এ (দেশদ্রোহিতা) ও ১৫৩এ,বি ধারায় মামলা রুজু করা হয়েছে৷ প্রাথমিক কাজকর্ম শেষ হলে আমরা আদালতের সামনে অমূল্যকে পেশ করতে পারব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকে৷ ট্যুইটারে লেখা হয়েছে, ‘সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের আসল চেহারাটা এবার প্রকাশ্যে এসেছে৷ আসলে পাকিস্তানের হাত শক্ত করাই এঁদের লক্ষ্য৷ তাই যাঁরা পাকিস্তানকে সমর্থন করছেন, তাঁদের উচিত ভারত থেকে সেই দেশেই চলে যাওয়া৷’

বাংলা খবর/ খবর/দেশ/
মিমের সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কোনওমতে সামাল দিয়ে দায় এড়ালেন ওয়াইসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল