পুলিশ সূত্রে খবর, ওয়াডালার বাসিন্দা ওই মহিলা চলতি মাসের প্রথম দিকে অনলাইনে দুধ কিনতে গিয়ে এই প্রতারণার শিকার হন।
পুলিশ সূত্রে খবর, গত ৪ অগাস্ট দীপক নামে এক ব্যক্তি ওই মহিলাকে ফোন করেন। তিনি ফোনে ওই মহিলাকে জানান তিনি দুধ কোম্পানির পক্ষ থেকে কথা বলছেন। এরপরেই মহিলার ফোনে একটি লিঙ্ক পাঠিয়ে ওই ব্যক্তি বলেন অনলাইনে দুধ অর্ডার দিতে ওই লিঙ্কটিতে কিছু তথ্যপূরণ করুন।
advertisement
তিনি আরও বলেন কল না কেটে তথ্য পূরণ করতে। ফোনে কথোপকথন এক ঘণ্টা চলার পর ওই ব্যক্তি ফোন রেখে দেন।
এক দিন আবারও ওই মহিলাকে ফোন করে ওই ব্যক্তি। তখন আরও একবার ফোন করে তাঁর থেকে আরও তথ্য নেয় ওই ব্যক্তি।
এরপরে ওই মহিলা ব্যাঙ্কে গিয়ে দেখেন প্রায় দেড় লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। আরও জানতে গিয়ে তিনি দেখেন মোট সাড়ে ১৮ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপরেই তিনি পুলিশে অভিযোগ জানান। আপাতত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।