TRENDING:

সেনাকে চড় মারলেন মহিলা, ভাইরাল হল ভিডিও !

Last Updated:

ব্যাপারটা বোঝার আগেই গালের পড়ল একের পর এক চড় ৷ গোটা কাণ্ডও একেবারে হতবাক কর্তব্যরত এক সেনাকর্মী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাপারটা বোঝার আগেই গালের পড়ল একের পর এক চড় ৷ গোটা কাণ্ডও একেবারে হতবাক কর্তব্যরত এক সেনাকর্মী ৷ আর অন্যদিকে মহিলার চড়া গলা ও সেনার গালে জোরে চড় ! ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় ৷ পাশ দিয়ে যাওয়া এক গাড়ি থেকে গোটা ঘটনাটি হয় মোবাইল ফোনে বন্দি ৷ আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ার সাহায্যে ছড়িয়ে পড়ে আপাতত টক অফ দ্য টাউন ৷ ইন্টারেনেটের ভাষায় ভাইরাল ৷
advertisement

ঘটনার পর অবশ্য অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর নাম স্মৃতি কার্লা। ৪৪ বছরের বিবাহবিচ্ছিন্না ওই মহিলার বাড়ি গুরুগ্রামে। স্মৃতির বিরুদ্ধে ‘সরকারি কর্মচারীকে মারধর’ এবং ‘সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া’র অভিযোগ আনা হয়। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি জামিন পেয়ে যান।

বাংলা খবর/ খবর/দেশ/
সেনাকে চড় মারলেন মহিলা, ভাইরাল হল ভিডিও !