বাড়ির ফেরার জন্য অটোতে উঠেছিল ওই তরুণী। রাস্তায় অটোর মধ্যেই তাকে গণধর্ষণ করে ৩ অভিযুক্ত বলে অভিযোগ। ঘটনায় ২ অভিযুক্ত সানোদ ও বিষ্ণুকে সেই রাতেই গ্রেফতার করে পুলিশ। শীঘ্রই তৃতীয় অভিযুক্ত বীরেন্দ্রকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: গলার নলি কেটে এয়ার হোস্টেসকে খুন! মহারাষ্ট্রে হাড় হিম করা ঘটনা
advertisement
জাতীয় সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে নৃশংস ভাবে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। সুবে সিং নামের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, “এক তরুণীর গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তৃতীয় অভিযুক্তকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”
সেন্ট্রাল থানা সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের ওই তরুণী হরিয়ানার বল্লভগড়ের বাসিন্দা এবং ফরিদাবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরতা। রোববার রাতে এই ঘটনা ঘটে। সেক্টর-১২ টাউন পার্ক থেকে বাড়ির দিকে রওনা দিতেই অটোতে ওঠেন নির্যাতিতা। প্রথমে অটোতে শুধু একজন চালকই ছিলেন বলে জানান ওই নির্যাতিতা।
কিন্তু পরে অটোতে চালকের ২ সঙ্গীও চাপে। তিন অভিযুক্ত মেয়েটিকে বিপিটিপি ব্রিজ পার হওয়ার সময় ফরিদাবাদের নির্জন এলাকায় নিয়ে যায় এবং তারপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।