TRENDING:

৮ বছর সন্তান হচ্ছিল না, সাহায্যের জন্য তান্ত্রিকের কাছে গেলেন মহিলা! সুযোগ বুঝে যুবতীকে ধ*র্ষ*ণের অভিযোগ

Last Updated:

Crime against woman: ৮ বছর সন্তান হচ্ছিল না বলে তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন মহিলা। কিন্তু ধর্মীয় আচারের মাধ্যমে সেই মহিলাকে সন্তানসম্ভবা করার নাম করে তাঁকেই ধর্ষণ করে ওই তান্ত্রিক বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
advertisement

লখনউ: ৮ বছর সন্তান হচ্ছিল না বলে তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন মহিলা। কিন্তু ধর্মীয় আচারের মাধ্যমে সেই মহিলাকে সন্তানসম্ভবা করার নাম করে তাঁকেই ধর্ষণ করে ওই তান্ত্রিক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুই প্রতিবেশীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তরুণী, চলন্ত গাড়িতেই জোর করে গণস*ঙ্গম! শিউরে ওঠার মতো

এলাকার পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানান, ৩৫ বছর বয়সী এক মহিলাকে নওঝিল এলাকায় এক ‘তান্ত্রিক’ দ্বারা ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তিনি সন্তান ধারণের জন্য যোগাযোগ করেছিলেন ওই তান্ত্রিকের সঙ্গে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত সাংবাদিকদের আরও জানান, নির্যাতিতা আট বছর ধরে বিবাহিত ছিলেন এবং তাদের কোন সন্তান ছিল না তাঁরা সন্তানলাভের জন্য তান্ত্রিকের কাছে যান।

advertisement

আরও পড়ুন: আবার কোচ সৌরভ! টি২০ ক্রিকেটে ফিরছেন মহারাজ, কোন দলের দায়িত্ব নিচ্ছেন তিনি?

শনিবার, ওই নির্যাতিতা ৪৫ বছর বয়সি তান্ত্রিক, মুস্তাক আলির সাথে যোগাযোগ করেন, যিনি দাবি করেছিলেন যে তিনি কিছু আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাকে সন্তান ধারণে সাহায্য করতে পারেন। কিন্তু সন্তানধারণের অছিলায় তান্ত্রিক তাঁকে ধ্বংস করেন বলে অভিযোগ। এই ঘটনার পরেই মুস্তাক আলি পলাতক। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৮ বছর সন্তান হচ্ছিল না, সাহায্যের জন্য তান্ত্রিকের কাছে গেলেন মহিলা! সুযোগ বুঝে যুবতীকে ধ*র্ষ*ণের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল