শুক্রবার এক মধ্যবয়স্ক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর খোঁজ শুরু হয় তিনি কোথায় গিয়েছিলেন, কোন কোন মানুষের সংস্পর্শে এসেছিলেন। দেখা যায়, শরীরে উপসর্গ থাকা সত্ত্বেও তিনি সরকারি নিয়ম মাননেনি। অনিয়ন্ত্রিত গতিবিধি ছিল তাঁর। নিয়মিত পাশের বাড়ি থেকে জল আনতে যেতেন তিনি। কিন্তু সেখান থেকেই কী সংক্রমিত হলেন তিনি, খোঁজ শুরু করে প্রশাসন। দেখা যায়, সেই জল আনতে যাওয়াই কাল হয়েছে। গত ২৬ মে তাঁর প্রতিবেশী, যাঁর থেকে তিনি জল আনতেন, তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছিল। আর সেই সূত্র ধরেই আক্রান্ত হয়েছেন এই মহিলা।
advertisement
শুধু তাই নয়, শুক্রবার আরও একজন আক্রান্তের খোঁজ মিলেছে যিনি কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলেন করোনা চিকিৎসার জন্য। তিনি জানিয়েছেন, হাসপাতাল থেকেই তাঁর সংক্রমণ হয়েছে। এমন অসংখ্য উদাহরণ সারা দেশে দেখা যাচ্ছে। লকডাউন, কন্টেইনমেন্ট জোনের কড়াকড়ি থাকা সত্ত্বেও অনেকেই বিশেষ নিয়ম মানতে চাইছেন না। যার ফলে আরও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সহজে সংক্রমিত হয় জেনেও কেন নিয়ম এড়িয়ে যাচ্ছেন তাঁরা? অনেকেই বলছেন, সচেতনতার অভাব।