TRENDING:

Relationship- harassment: প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই, দিদিকে গণধর্ষণ তরুণীর পরিবারের! অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য

Last Updated:

Love affair: ফের এক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল দেশে। উত্তর প্রদেশে প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল এক যুবক। প্রতিষোধ নিয়ে সেই যুবকের দিদিকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লুধিয়ানা: ফের এক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল দেশে। উত্তর প্রদেশে প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল এক যুবক। প্রতিষোধ নিয়ে সেই যুবকের দিদিকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।
গণধর্ষণের ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে, তিনি পুলিশে প্রেমিকার পরিবারের চার জনের বিরুদ্ধে। উত্তর প্রদেশের টিব্বা রোড থানায় প্রেমিকার বাবা রবীন্দ্র সিং, বারীন্দ্র সিং, আমন সিং এবং সন্তোষ সিং নামে চার জনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
গণধর্ষণের ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে, তিনি পুলিশে প্রেমিকার পরিবারের চার জনের বিরুদ্ধে। উত্তর প্রদেশের টিব্বা রোড থানায় প্রেমিকার বাবা রবীন্দ্র সিং, বারীন্দ্র সিং, আমন সিং এবং সন্তোষ সিং নামে চার জনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
advertisement

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লুধিয়ানায়। ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়েটির বাবা-সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। নির্যাতন এখানেই শেষ নয়, সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ডও করে রাখে অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলা গৃহবধূ, তাঁর দুই সন্তানও রয়েছে। নির্যাতিতার অভিযোগ ঘটনাটি ঘটেছে ১ মে, কিন্তু আতঙ্কে থাকার জন্য দীর্ঘ সময় ধরে তিনি পুলিশে অভিযোগ জানাতে পারেননি।

advertisement

আরও পড়ুন: আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক শেষ, কী বললেন সিপি?

গণধর্ষণের ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে তিনি পুলিশে প্রেমিকার পরিবারের চার জনের বিরুদ্ধে অভিযোগ জানান। উত্তর প্রদেশের টিব্বা রোড থানায় প্রেমিকার বাবা রবীন্দ্র সিং, বারীন্দ্র সিং, আমন সিং এবং সন্তোষ সিং নামে চার জনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

advertisement

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে একঝাঁক দাবি চিকিৎসক সংগঠনের, অনির্দিষ্টকালের জন্য

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

নির্যাতিতা লিখিত অভিযোগে জানান, তাঁর ভাই অভিযুক্ত রবীন্দ্র সিংয়ের মেয়ের সঙ্গে পালিয়ে যান। পলাতক প্রেমিক-প্রেমিকাকে খুঁজতে ১ মে প্রেমিকের দিদির বাড়িতে হাজির হয় তরুণীর পরিবার। দু’জনকে খুঁজে না পেয়ে তরুণীর পরিবারের চার সদস্য মিলে প্রেমিকের দিদিকে গণধর্ষণ করে। সেই দৃশ্য ভিডিও করেও রাখা হয়, সেই সঙ্গে হুমকি দেওয়া হয়, পুলিশে অভিযোগ জানালে এই দৃশ্য ভাইরাল করে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Relationship- harassment: প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই, দিদিকে গণধর্ষণ তরুণীর পরিবারের! অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল