শুধু বাইকে বেঁধে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়াতেই শেষ নয়৷ ভিডিওর শেষে দেখা গিয়েছে ওই অভিযুক্ত বাইক থেকে নেমে তার ভূলুণ্ঠিত স্ত্রীর শরীরে পা তুলে দাঁড়াচ্ছে! ৪০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিও দেখে গা গুলিয়ে উঠছে নেটিজেনদের৷ সকলের বিস্ময়বোধক প্রশ্ন, ছবিতে একাধিক পথচলতিকে দেখা গেলেও কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করলেন না৷ বাড়িয়ে দিলেন না সাহায্যের হাত৷ অথচ পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড ঠিক করা হয়েছে! আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার আবহে এই ভাইরাল ভিডিও দেখে ফের শিউরে উঠছেন নেটিজেনরা৷
advertisement
ছবি : সোশ্যাল মিডিয়া
শোনা গিয়েছে, জয়সলমেরে নিজের বোনের বাড়ি যেতে চেয়েছিলেন বলে এভাবে ‘শিক্ষা’ দেওয়া হয়েছে ওই মহিলাকে৷ আবার এও শোনা যাচ্ছে এর পিছনে আছে বউ কেনার তত্ত্বও৷ প্রসঙ্গত ঝুনঝুনু, নগৌর, পালির মতো রাজস্থানের কিছু জেলায় এখনও চালু আছে মেয়ে ‘কিনে’ এনে বিয়ের তত্ত্ব৷ সাধারণত যে মেয়েদের এভাবে টাকার বিনিময়ে আনা হয় গ্রামে তাঁদের উপর অকথ্য অত্যাচার চালায় স্বামীরা৷ এমনকী, মাঝে মাঝে নারকীয় সেই খেলায় অংশ নেয় অন্য পুরুষরাও৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ভাইরাল এই ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছে, সেই প্রেম রাম মেঘওয়ালের বয়স চল্লিশের কোঠায়৷ মাদকাসক্তির অভিযোগ আছে তার বিরুদ্ধে৷ শোনা যাচ্ছে, ১০ মাস আগে ২ লক্ষ টাকা দিয়ে সে তার স্ত্রীকে কিনে এনেছে৷ অভিযুক্ত প্রেম রামকে গ্রেফতার করা হয়েছে৷ তার স্ত্রী এখন জয়সলমেরে৷ যে ব্যক্তি কোনওরকম সাহায্য না করে মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করেছে তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে৷ তদন্তকারীর জানিয়েছেন নির্যাতিতার বয়ান গ্রহণের পর প্রেম রাম মেঘওয়ালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷