TRENDING:

Telengana lady constable murder: বিয়ের পর ঠিক একমাস, রাস্তায় ফেলে মহিলা কনস্টেবলকে নৃশংস হত্যা! খুনি কে, চমকে উঠল পুলিশ

Last Updated:

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাত্র একমাস আগেই গত ১ নভেম্বর শ্রীকান্ত নামে একজনকে বিয়ে করেন নাগমণি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: স্কুটি চেপে কাজে যোগ দিতে যাওয়ার পথে নৃশংস ভাবে খুন হলেন এক মহিলা পুলিশ কনস্টেবল৷ প্রথমে গাড়ি দিয়ে ওই কনস্টেবলের স্কুটিতে ধাক্কা মারা হয়৷ এর পর রাস্তায় পড়ে গেলে কাস্তে দিয়ে কোপান হয় ওই তরুণীকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
তেলঙ্গনায় অনার কিলিং-এর শিকার পুলিশ কনস্টেবল?
তেলঙ্গনায় অনার কিলিং-এর শিকার পুলিশ কনস্টেবল?
advertisement

সোমবার সকালে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে হায়দরাবাদের কাছে রঙ্গরেড্ডি জেলার রাইপোল এলাকায়৷ নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম নাগমণি৷ এই ঘটনাকে প্রাথমিক ভাবে অনার কিলিং বলে সন্দেহ করছে পুলিশ৷ নাগামণির দাদা পরমেশই দলবল নিয়ে তাঁকে খুন করেছেন বলে সন্দেহ পুলিশের৷

আরও পড়ুন: চাকরির প্রথম পোস্টিং পেয়ে রওনা, মাঝপথেই ওৎ পেতে বিপদ! ২৬ বছরের আইপিএস অফিসারের মর্মান্তিক পরিণতি

advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন সকালে কাজে যোগ দিতে যাচ্ছিলেন নাগমণি৷ তখনই একটি গাড়ি করে তাঁর পিছু নেয় নাগামণির দাদা পরমেশ এবং তার সঙ্গীরা৷ প্রথমে পিছন থেকে তাঁর স্কুটিতে ধাক্কা মারা হয়৷ সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গেলে গাড়ি থেকে নেমে তাঁকে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের৷

advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাত্র একমাস আগেই গত ১ নভেম্বর শ্রীকান্ত নামে একজনকে বিয়ে করেন নাগমণি৷ এই বিয়ে নিয়ে আপত্তি ছিল নাগমণির পরিবারের৷ বিয়ের পর হায়াথনগরেই থাকতেন ওই দম্পতি৷ শ্রীকান্তকে বিয়ে করার দশ মাস আগে নাগমণির বিবাহ বিচ্ছেদও হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

পুলিশ জানতে পেরেছে, স্ববর্ণ বিবাহের কারণেই নাগমণির দ্বিতীয় বিয়েতে আপত্তি ছিল তাঁর পরিবারের৷ সেই রাগ থেকেই ওই মহিলা কনস্টেবলের দাদাই বোনকে খুন করেছে বলে নিশ্চিত পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Telengana lady constable murder: বিয়ের পর ঠিক একমাস, রাস্তায় ফেলে মহিলা কনস্টেবলকে নৃশংস হত্যা! খুনি কে, চমকে উঠল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল