জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি ওই মহিলার নাম সুদেষ্ণা জানা৷ অভিযোগ, তাঁর বাড়িওয়ালা ৭২ বছরের বৃদ্ধ হরিহর সাউয়ের গায়ে আগুন লাগিয়ে তাঁকে খুন করেন সুদেষ্ণা৷
পুলিশের তদন্তে জানা গিয়েছে, বিধবা সুদেষ্ণার সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর হরিহর সাউ৷ বৃহস্পতিবার ভোরবেলা হরিহর সাউয়ের ঘরে ঢোকেন সুদেষ্ণা৷ তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই বৃদ্ধ৷ সেই সুযোগেই হরিহরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই মহিলা৷
advertisement
অগ্নিদগ্ধ বৃদ্ধকে প্রথমে ওড়িশার বেরহামপুরের একটি হাসপাতাল এবং সেখান থেকে কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কটকের হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷
পুলিশ জানিয়েছে, রীতিমতো ছক কষেই ওই বৃদ্ধকে খুন করেছেন তাঁর প্রেমিকা৷ বৃদ্ধের মোবাইল ফোনটি ছুড়ে বাড়ির বাগানের ভিতরে ফেলে দেন তিনি৷ কেরোসিনের বোতলটি বৃদ্ধের জ্বলন্ত শরীরের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেন অভিযুক্ত৷ এমন কি, প্রতিবেশীদের ডেকে বৃদ্ধকে বাঁচানোর নাটকও করেন ওই মহিলা৷
এমন কি, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বৃদ্ধের শরীরে আগুন লাগিয়েছে বলে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন তিনি৷