TRENDING:

Landlord Widow Relationship: বিধবা ভাড়াটিয়ার সঙ্গে প্রেম, বৃদ্ধের পরিণতি হল মর্মান্তিক! সম্পত্তির লোভে পুড়িয়ে মারল প্রেমিকাই

Last Updated:

বিধবা সুদেষ্ণার সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর হরিহর সাউ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাড়াটিয়া প্রৌঢ়া মহিলার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাড়িওয়ালা৷ আর সেই সম্পর্কেই ভয়ঙ্কর মাশুল দিতে হল তাঁকে৷ সম্পত্তির লোভে সেই বাড়িওয়ালাকেই জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন ওই ভাড়াটিয়া মহিলা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি ওই মহিলার নাম সুদেষ্ণা জানা৷ অভিযোগ, তাঁর বাড়িওয়ালা ৭২ বছরের বৃদ্ধ হরিহর সাউয়ের গায়ে আগুন লাগিয়ে তাঁকে খুন করেন সুদেষ্ণা৷

পুলিশের তদন্তে জানা গিয়েছে, বিধবা সুদেষ্ণার সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর হরিহর সাউ৷ বৃহস্পতিবার ভোরবেলা হরিহর সাউয়ের ঘরে ঢোকেন সুদেষ্ণা৷ তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই বৃদ্ধ৷ সেই সুযোগেই হরিহরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই মহিলা৷

advertisement

অগ্নিদগ্ধ বৃদ্ধকে প্রথমে ওড়িশার বেরহামপুরের একটি হাসপাতাল এবং সেখান থেকে কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কটকের হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷

পুলিশ জানিয়েছে, রীতিমতো ছক কষেই ওই বৃদ্ধকে খুন করেছেন তাঁর প্রেমিকা৷ বৃদ্ধের মোবাইল ফোনটি ছুড়ে বাড়ির বাগানের ভিতরে ফেলে দেন তিনি৷ কেরোসিনের বোতলটি বৃদ্ধের জ্বলন্ত শরীরের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেন অভিযুক্ত৷ এমন কি, প্রতিবেশীদের ডেকে বৃদ্ধকে বাঁচানোর নাটকও করেন ওই মহিলা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

এমন কি, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বৃদ্ধের শরীরে আগুন লাগিয়েছে বলে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Landlord Widow Relationship: বিধবা ভাড়াটিয়ার সঙ্গে প্রেম, বৃদ্ধের পরিণতি হল মর্মান্তিক! সম্পত্তির লোভে পুড়িয়ে মারল প্রেমিকাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল