হোটেলের ঘর থেকে মদের বোতল, গ্লাসও উদ্ধার করে পুলিশ৷ ধৃত ছ জনই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন৷ জানা গিয়েছে ধৃত দুই তরুণী পেশায় শিল্পী৷ তাঁদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে৷ অন্যদিকে তাঁদের সঙ্গে থাকা চার জন পুরুষ পেশায় ব্যবসায়ী৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ গুজরাতে যেহেতু মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ, তাই হোটেলের ঘরে থাকা ছ জনকেই গ্রেফতার করে পুলিশ৷
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধৃত এক তরুণীর শ্বশুরমশাই সুরাত পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন৷ তিনি পুলিশকে জানান, উইকএন্ড ডেস্টিনেশন হোটেলের ৪৪৩ নম্বর ঘরে তাঁর পুত্রবধূ নিজের বন্ধুদের নিয়ে পার্টি করছেন৷
এই খবর পেয়েই ওই হোটেলের নির্দিষ্ট ঘরে হানা দেয় দু মাস থানার পুলিশ৷ সেই অভিযানেই হোটেলের ঘর থেকে মদের বোতল উদ্ধার করে পুলিশ৷ ধৃত ছ জনকেই হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷ সেই পরীক্ষায় তাঁদের প্রত্যেকের রক্তেই মদের উপস্থিতি মেলে৷
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির ছেলের সঙ্গে তাঁর পুত্রবধূর বেশ কিছু দিন ধরেই দাম্পত্য কলহ চলছিল৷ তাই পুত্রবধূকে শিক্ষা দিতেই পুলিশকে হোটেলের ঘরে পার্টির খবর দিয়ে দেন তিনি৷ পুলিশ জানতে পেরেছে, নিজের পুত্রবধূর পিছু নিয়েই ওই হোটেলের ঘরে পার্টির কথা জানতে পারেন তিনি৷ এর পরেই পুলিশে খবর দিয়ে দেন৷