TRENDING:

Surat Hotel Party: হোটেলের ঘরে চার পুরুষ সঙ্গীর সঙ্গে বৌমা, পুলিশে খবর দিলেন শ্বশুর! সুরাতে কী কাণ্ড?

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ গুজরাতে যেহেতু মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ, তাই হোটেলের ঘরে থাকা ছ জনকেই গ্রেফতার করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হোটেলের ঘরে বন্ধুদের নিয়ে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করছিলেন বৌমা৷ পুলিশকে ফোন করে সেই খবর দিয়ে দিলেন শ্বশুরমশাই৷ সেই খবর পেয়েই হোটেলের ঘরে হানা দিয়ে দুই তরুণী এবং চার জন পুরুষকে গ্রেফতার করল পুলিশ৷ যে দুই তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে একজন পুলিশকে খবর দেওয়া ওই ব্যক্তির পুত্রবধূ৷
এআই-এর সাহায্যে প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে প্রতীকী ছবি৷
advertisement

হোটেলের ঘর থেকে মদের বোতল, গ্লাসও উদ্ধার করে পুলিশ৷ ধৃত ছ জনই অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন৷ জানা গিয়েছে ধৃত দুই তরুণী পেশায় শিল্পী৷ তাঁদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে৷ অন্যদিকে তাঁদের সঙ্গে থাকা চার জন পুরুষ পেশায় ব্যবসায়ী৷

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ গুজরাতে যেহেতু মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ, তাই হোটেলের ঘরে থাকা ছ জনকেই গ্রেফতার করে পুলিশ৷

advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধৃত এক তরুণীর শ্বশুরমশাই সুরাত পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন৷ তিনি পুলিশকে জানান, উইকএন্ড ডেস্টিনেশন হোটেলের ৪৪৩ নম্বর ঘরে তাঁর পুত্রবধূ নিজের বন্ধুদের নিয়ে পার্টি করছেন৷

এই খবর পেয়েই ওই হোটেলের নির্দিষ্ট ঘরে হানা দেয় দু মাস থানার পুলিশ৷ সেই অভিযানেই হোটেলের ঘর থেকে মদের বোতল উদ্ধার করে পুলিশ৷ ধৃত ছ জনকেই হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷ সেই পরীক্ষায় তাঁদের প্রত্যেকের রক্তেই মদের উপস্থিতি মেলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির ছেলের সঙ্গে তাঁর পুত্রবধূর বেশ কিছু দিন ধরেই দাম্পত্য কলহ চলছিল৷ তাই পুত্রবধূকে শিক্ষা দিতেই পুলিশকে হোটেলের ঘরে পার্টির খবর দিয়ে দেন তিনি৷ পুলিশ জানতে পেরেছে, নিজের পুত্রবধূর পিছু নিয়েই ওই হোটেলের ঘরে পার্টির কথা জানতে পারেন তিনি৷ এর পরেই পুলিশে খবর দিয়ে দেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Surat Hotel Party: হোটেলের ঘরে চার পুরুষ সঙ্গীর সঙ্গে বৌমা, পুলিশে খবর দিলেন শ্বশুর! সুরাতে কী কাণ্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল