'অভিযুক্ত' নলবাড়ির কামারকুচি গ্রামের সংখ্যালঘু বিজেপি মোর্চার এক স্থানীয় নেতার মেয়ে। অসমে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই পশু বিল এনেছেন। সেখানে বলা হয়েছে, গোমাংস সেখানেই একমাত্র খাওয়া যাবে, যে এলাকায় ১০০ শতাংশ মানুষই গোমাংস খায় এমন সম্প্রদায়ভুক্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'এই বিলের মাধ্যমে ভিনরাজ্য থেকে অসমে পশু পাচার বন্ধ করার চেষ্টা করতে চলেছি আমরা। রাজ্যে সম্পূর্ণরূপে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার। যদি গোমাংস খাওয়া নিয়ে অশান্তি তৈরি হয় তবে তা বন্ধ করা হবে না কেন?'
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, '১৯৫০ থেকে ভারতে পশু বিল রয়েছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। অসমে কোনও গণপিটুনির ঘটনা হবে না। আমি ১০০ শতাংশ আশ্বাস দিতে পারি। এই রাজ্যে মুসলিমরা খুবই শান্তিতে রয়েছেন।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 12:20 AM IST