TRENDING:

‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’

Last Updated:

‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #হায়দরাবাদ: ক্রিসমাসের পর এবার ফতোয়া ইংরাজি নববর্ষ পালনে ৷ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই পাল্টা শুভেচ্ছার বদলে কপালে জুটতে পারে শাস্তি ৷ ইংরাজি নববর্ষ পালন নিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তেলেঙ্গনার এক পূজারি ৷
advertisement

ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই করানো হবে কান ধরে ওঠবস ৷ এমনই শাস্তির নিদান দিয়েছেন সিএস রঙ্গরাজন নামে তেলেঙ্গানার এক পূজারি ৷ তাঁর দাবি, ইংরাজি নববর্ষ পালন পাশ্চাত্য সংস্কৃতির অংশ ৷ নিজস্ব দেশের উৎসব ছেড়ে ইংরাজি নববর্ষ পালনে মেতে ওঠা হিন্দু সংস্কৃতি বিরোধী কার্যকলাপ বলেই মনে করেন রঙ্গরাজন ৷ তাই উচিত শিক্ষা দিতে পুরুত মশাইয়ের এহেন শাস্তির নিদান - নিউ ইয়ারের শুভেচ্ছা জানালেই করানো হোক ওঠবোস ৷

advertisement

সিএস রঙ্গরাজন

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হিন্দু সংস্কৃতি ‘প্রেমী’ এই পূজারির বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে রঙ্গরাজন ভক্তদের ইংরাজি নববর্ষ পালনে ছেড়ে তেলুগু পরব 'উগাদি' পালনের পরামর্শ দিয়েছেন ৷ উল্লেখ্য, তেলুগুদের নববর্ষ শুরু হয় উগাদি অনুষ্ঠানের মাধ্যমে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

একইসঙ্গে রঙ্গরাজন তাদেরও তিরস্কার করেছেন যারা নিউ ইয়ার উপলক্ষে নিজেদের বাড়ি ও মন্দির সাজিয়ে তোলেন ৷ তাঁর কথায়, হিন্দুরা নিজেদের সংস্কৃতি ভুলে যেতে বসেছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’