ছত্তিশগড়ের সুরগুজায় পেয়ে যাবেন শীতের সেরা সম্ভার। একেবারে কম দামেই পাওয়া যাবে সুন্দর সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার-সহ সমস্ত শীতের সামগ্রী পাওয়া যাবে এখানে। বাংলায় শীতের আয়ু দুই থেকে বড়জোর তিনমাস।
আরও পড়ুন: উদ্ধারে পথের কাঁটা প্রকৃতি! উত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাত কীভাবে সুড়ঙ্গ থেকে বাইরে আসবেন ৪১ শ্রমিক?
advertisement
মাত্র এই কয়েকমাস পরার জন্য একগাদা টাকা খরচ করতে গিয়ে অনেকেই থমকে যান। কিন্তু ছত্তিশগড়ের সুরগুজায় শীতের কেনাকাটা করলে খরচের জন্য আফসোস করতে হবে না। ফলে ক্রেতাদেরও ভিড় উপচে পড়ছে এখানে।
ক্রেতারা কিনছেন তাদের পছন্দের কম্বল ও গরম উলের কাপড়। সুরগুজা শহরে দোকানের পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতেও সেজে উঠেছে গরম কাপড়ের দোকান। সুরগুজার এক দোকানদার জানালেন,‘‘ এখান থেকে খুব ভাল কম্বল পেয়ে যাবেন। অন্য জায়গায় এই কম্বলের দাম পড়বে মাত্র ১০০ টাকা।’’