TRENDING:

বাড়িতে নয়, নিজের স্কোয়াড্রনেই ছুটি কাটাচ্ছেন অভিনন্দন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২৭ ফেব্রুয়ারি ৷ সে দিন সকালেই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ু সেনা। পাক যুদ্ধবিমানকে ধ্বংস করতে মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় বায়ুসেনার ডাকাবুকো পাইলট অভিনন্দন বর্তমান। পাক হানায় তাঁর বিমানটি ভেঙে পড়ে। প্যারাশুটে নামেন অভিনন্দন। কিন্তু, সেটা পাক অধিকৃত কাশ্মীরে।
advertisement

ভারতীয় পাইলটকে পাকিস্তান নিজেদের কব্জায় নিয়ে ফেলায় দ্বিপাক্ষিক চাপানউতোর আরও বাড়ে। ভারতে নিযুক্ত পাকিস্তানের অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তীব্র নিন্দা করে নয়াদিল্লি। অবশ্য বহু চাপানউতোরের পর ১ মার্চ ভারতে ফেরেন অভিনন্দন ৷ চিকিৎসকেরা তাকে চার সপ্তাহের অসুস্থতাজনিত ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ কিন্তু বাড়িতে নয়, নিজের স্কোয়াড্রনেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন উইং কমান্ডার ৷ তবে এই মুহূর্তেই কোনও বিমান পরিচালনা করতে দেওয়া হচ্ছে না তাকে ৷

advertisement

এই সিক লিভের সময়ে চেন্নাইয়ে নিজের পরিবারের কাছে যেতে পারেন অভিনন্দন ৷ কিন্তু শ্রীনগরে স্কোয়াড্রনেই সময় কাটাতে চেয়েছেন ৷ তবে দিল্লিতে মেডিকেল বোর্ডের কাছে যেতে হবে ৷ এরপরই তার ফাইটার প্লেন ওড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে নয়, নিজের স্কোয়াড্রনেই ছুটি কাটাচ্ছেন অভিনন্দন