ভারতীয় পাইলটকে পাকিস্তান নিজেদের কব্জায় নিয়ে ফেলায় দ্বিপাক্ষিক চাপানউতোর আরও বাড়ে। ভারতে নিযুক্ত পাকিস্তানের অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তীব্র নিন্দা করে নয়াদিল্লি। অবশ্য বহু চাপানউতোরের পর ১ মার্চ ভারতে ফেরেন অভিনন্দন ৷ চিকিৎসকেরা তাকে চার সপ্তাহের অসুস্থতাজনিত ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ কিন্তু বাড়িতে নয়, নিজের স্কোয়াড্রনেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন উইং কমান্ডার ৷ তবে এই মুহূর্তেই কোনও বিমান পরিচালনা করতে দেওয়া হচ্ছে না তাকে ৷
advertisement
এই সিক লিভের সময়ে চেন্নাইয়ে নিজের পরিবারের কাছে যেতে পারেন অভিনন্দন ৷ কিন্তু শ্রীনগরে স্কোয়াড্রনেই সময় কাটাতে চেয়েছেন ৷ তবে দিল্লিতে মেডিকেল বোর্ডের কাছে যেতে হবে ৷ এরপরই তার ফাইটার প্লেন ওড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2019 11:29 AM IST