TRENDING:

কৃষক ইস্যেুতে জীবনের শেষ অনশনে বসবেন আন্না হাজারে, চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

Last Updated:

নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং দেশে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি। বলছেন আন্না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এই মাসের শেষে ভুখ হরতালে বসতে চলেছেন আন্না হাজারে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদিকে চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন তিনি। কৃষি আইন নিয়ে ফের আলোচনায় বসবে কেন্দ্র ও কৃষকরা। এই নিয়ে ৯ বার আলোচনার টেবিলে বসতে চলেছে দুই পক্ষ। তার আগেই প্রধানমন্ত্রীকে অনশনের কথা জানিয়ে চিঠি দিলেন আন্না। যদিও কবে থেকে, অর্থাৎ কোন দিন থেকে শুরু হবে তাঁর অনশন, সে বিষয়ে স্পষ্ট করেননি ৮৩ বছরের নেতা।
advertisement

নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং দেশে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি। বলছেন আন্না।

১৪ ডিসেম্বর কেন্দ্রের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কাছেও চিঠি দেন আন্না। চিঠিতে মূলত একপ্রকার অনশনের হুমকি দেন তিনি। দেশের কৃষিকাজ নিয়ে এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ যদি না বাস্তাবায়িত করা হয়, তাহলে চলবে তাঁর ভুখ হরতাল, জানিয়ে দেন বর্ষীয়ান নেতা।

advertisement

একই সঙ্গে কৃষিজাত দ্রব্যের দাম ও মূল্য বিষয়ক কমিশনের স্বায়ত্তশাসনের দাবি জানান তিনি।

"কৃষকদের বিষয় নিয়ে আমি পাঁচবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলাম। কোনও উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।" বলছেন আন্না। প্রধানমন্ত্রীর কাছে চিঠিতেও সে কথা উল্লেখ করেছেন।

তবে শুধু কেন্দ্র নয়, রামলীলা ময়দানে অনশন করতে চেয়ে কর্তৃপক্ষের থেকে অনুমতি চেয়েছেন ৪ বার। সেখানেও কোনও উত্তর মেলেনি।

advertisement

২০১১ সালে দুর্নীতি বিরোধী আন্দোলনে সামনে আসেন আন্না হাজারে। রামলীলা ময়দানে চলে অনশন আন্দোলন। সেই নিয়ে আলোচনা করতে সংসদে বিশেষ অধিবেশন ডাকে তৎকালীন ইউপিএ সকরার।

বাংলা খবর/ খবর/দেশ/
কৃষক ইস্যেুতে জীবনের শেষ অনশনে বসবেন আন্না হাজারে, চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল