TRENDING:

মধ্যপ্রদেশ সংকট: আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব আস্থা ভোটে, এখনও বলছেন কমলনাথ

Last Updated:

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‎ভোপাল: এখনও তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী৷ দল থেকে অনেকেই গিয়েছে বিজেপিতে৷ তবু এখনও আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আত্মবিশ্বাসী৷ কদিনের মাথায় কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেবেন৷ ২২ জন বিধায়ক ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন৷ তবুও এখনও কমলনাথ বলছেন, ‘আস্থা ভোটে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী৷ সূত্রের খবর, কমলনাথের কাছের লোক, পুরমন্ত্রী সজ্জন সিং রাতেই রওনা দিচ্ছেন বেঙ্গালুরুতে৷ সেখানে তিনি বিদ্রোহী সাংসদের সঙ্গে কথা বলবেন৷ চেষ্টা করবেন, সেই তালিকা থেকেও যদি কাউকে আবার কংগ্রেসে ফিরিয়ে আনা যায়৷
advertisement

ভোপালে মঙ্গলবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, ‘জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা কেউই জানতেন না, জ্যোতিরাদিত্য দল ছাড়ছেন৷ ওঁরা সকলেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী৷ আমরা আস্থাভোটেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব৷’

advertisement

মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, ৬ মন্ত্রী ও ১৩ বিধায়ক নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ তাঁদের হয়ে যে পদত্যাগপত্র বিজেপি জমা করেছে, সে সবকিটই ভুয়ো৷ তাঁরা সকলেই আস্থাভোটের সময় একবারে আসবেন৷ কংগ্রেস সমস্ত বিধায়কদের প্রতি একটি নির্দেশনামা জারি করবে, যেখানে বলা হবে, স্পিকারের সামনে এসে যতক্ষণ না তাঁরা পদত্যাগপত্র জমা করবেন, ততক্ষণ সেটি গৃহীত হবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

যদিও কেউ জানাতে চাননি ঠিক কতজন বিধায়ক এদিন পরিষদীয় বৈঠকে যোগদান করেছিলেন৷ সংখ্যায় আদৌ বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা কংগ্রেসের আছে কি না, তাই এখনও স্পষ্ট হয়নি৷

বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশ সংকট: আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব আস্থা ভোটে, এখনও বলছেন কমলনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল