ভোপালে মঙ্গলবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, ‘জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় প্রার্থী করার জন্যই বেশ কয়েকজন বিধায়ককে ভুল বুঝিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা কেউই জানতেন না, জ্যোতিরাদিত্য দল ছাড়ছেন৷ ওঁরা সকলেই মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী৷ আমরা আস্থাভোটেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব৷’
advertisement
মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, ৬ মন্ত্রী ও ১৩ বিধায়ক নিয়মিত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ তাঁদের হয়ে যে পদত্যাগপত্র বিজেপি জমা করেছে, সে সবকিটই ভুয়ো৷ তাঁরা সকলেই আস্থাভোটের সময় একবারে আসবেন৷ কংগ্রেস সমস্ত বিধায়কদের প্রতি একটি নির্দেশনামা জারি করবে, যেখানে বলা হবে, স্পিকারের সামনে এসে যতক্ষণ না তাঁরা পদত্যাগপত্র জমা করবেন, ততক্ষণ সেটি গৃহীত হবে না৷
যদিও কেউ জানাতে চাননি ঠিক কতজন বিধায়ক এদিন পরিষদীয় বৈঠকে যোগদান করেছিলেন৷ সংখ্যায় আদৌ বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা কংগ্রেসের আছে কি না, তাই এখনও স্পষ্ট হয়নি৷