TRENDING:

Karwa Chauth Accident: তখনও নড়ছে স্ত্রীর হৃদপিণ্ড, যন্ত্রণায় ছটফট করতে করতে দেখলেন স্বামী! কৌরবা চথেই দম্পতির ভয়ঙ্কর পরিণতি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌরবা চথ-এর রীতি পালনের জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী৷ মাঝপথে এমন দুর্ঘটনা ঘটে গেল, যে শিউরে উঠলেন পথচলতি মানুষ৷ স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথ-এর ব্রত পালন করছিলেন স্ত্রী, স্বামীরই চোখের সামনে নৃশংস পরিণতি হল তাঁর৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হাপুরে৷ জানা গিয়েছে, ওই দম্পতি মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন৷ তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার অভিঘাতে ওই দম্পতি মোটরসাইকেল থেকে উড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন৷

প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় ছিটকে পড়ে বছর পয়ত্রিশের ওই গৃহবধূর শরীরে এতটাই মারাত্মক আঘাত লাগে যে তাঁর বুক ফেটে হৃদপিণ্ড বেরিয়ে আসে৷ এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচলতি মানুষ৷

advertisement

অনুরাধা এবং হরিওম নামে ওই দম্পতি স্থানীয় গুলাওয়াঠি বাজারে যাচ্ছিলেন৷ তখনই উল্টো দিক থেকে আসা ট্রাকটি রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে৷

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনার জেরে অনুরাধা নামে ওই গৃহবধূর দেহ দলা পাকিয়ে যায়৷ এমন কি, তাঁর হৃদপিণ্ড বুক ফেটে বাইরে বেরিয়ে আসে৷ তখনও সেই হৃদপিণ্ড সচল ছিল৷ অনুরাধার স্বামী হরিওম আহত অবস্থায় কাছেই পড়ে ছিলেন৷ যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই স্ত্রীর এই পরিণতি দেখে চিৎকার করে ওঠেন তিনি৷ এই দৃশ্য চোখের সামনে দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

স্থানীয়রাই তৎপর হয়ে আহত অবস্থায় হরিওমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ ঘাতক ট্রাকের চালককেও ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই৷ মৃত অনুরাধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Karwa Chauth Accident: তখনও নড়ছে স্ত্রীর হৃদপিণ্ড, যন্ত্রণায় ছটফট করতে করতে দেখলেন স্বামী! কৌরবা চথেই দম্পতির ভয়ঙ্কর পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল