TRENDING:

Divorce Case: পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে স্ত্রী স্বামীকে চাপ দিলে তা নিষ্ঠুরতা, ডিভোর্স মামলায় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি না মানলে স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের হুমকিও দেন ওই স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য কোনও স্ত্রী যদি তাঁর স্বামীকে চাপ দেন, তাহলে তা নিষ্ঠুরতার সমান৷ একটি বিবাহ বিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট৷
ডিভোর্স মামলায় বড় রায় দিল্লি হাইকোর্টের৷
ডিভোর্স মামলায় বড় রায় দিল্লি হাইকোর্টের৷
advertisement

আদালত আরও জানিয়েছে, স্বামী অথবা স্ত্রী যদি জনসমক্ষে তাঁর সঙ্গীকে অপদস্থ অথবা গালিগালাজ করেন, তাহলেও তা নিষ্ঠুরতা হিসেবেই গণ্য করা হবে৷

বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথনের বেঞ্চ জানিয়েছে, আলাদা থাকার ইচ্ছে কোনও নিষ্ঠুরতা নয়৷ কিন্তু নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য যদি স্ত্রী স্বামীর উপরে চাপ দেন, তাহলে তা অবশ্যই নিষ্ঠুরতা৷ আদালত আরও জানায়, যদি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য স্ত্রী ক্রমাগত স্বামীর উপরে চাপ দেন, তাহলে তা মানসিক নির্যাতনের সামিল৷

advertisement

নিষ্ঠুরতার যুক্তিতে একটি পারিবারিক আদালত ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছিল৷ এই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন স্ত্রী৷ যদিও স্ত্রীর সেই আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷

নির্দেশ দিতে গিয়ে হাইকোর্ট আরও জানায়, যৌথ পরিবারে থাকতে চান না বলে দাবি করে ওই স্ত্রী সম্পত্তি ভাগাভাগির জন্য জোর দেন৷ শুধু তাই নয়, বিধবা মা এবং বিবাহবিচ্ছিন্না দিদির সঙ্গেও সম্পর্ক না রাখার জন্য স্বামীর উপরে চাপ সৃষ্টি করেন তিনি৷

advertisement

আদালত আরও উল্লেখ করে, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি না মানলে স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের হুমকিও দেন ওই স্ত্রী৷ যা সবথেকে নিষ্ঠুর আচরণ বলে রায় দিতে গিয়ে জানিয়েছে আদালত৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আদালত আরও জানিয়েছে, সাক্ষ্যদানের সময় ধারাবাহিকতা বজায় রেখে স্ত্রীর বিরুদ্ধে আনা নিজের অভিযোগ প্রমাণ করতে সফল হয়েছেন ওই ব্যক্তি৷ এমন কি নিজের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের নিজেদের সন্তানের কাছে যেতে না দেওয়ার মাধ্যমেও নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছেন ওই স্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Divorce Case: পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে স্ত্রী স্বামীকে চাপ দিলে তা নিষ্ঠুরতা, ডিভোর্স মামলায় নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল