জানা যায়, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা গিরিধর লাল রমেশ ও তাঁর স্ত্রী রেণুকা ৷ হায়দরাবাদের কাছে কুলসুমপুরায় সন্তান-সহ একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ বেশ কিছুদিন ধরেই স্বামীকে সন্দেহ করছিলেন রেনুকা ৷ এমনকি, সন্তানদের প্রতিও রমেশের অবহেলা ছিল বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন ৷ রেণুকার অভিযোগ, মাঝে মধ্যেই বাড়ি ফিরতেন না তার স্বামী গিরিধর ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই গিরিধর বাড়ি ফিরতেন না বলে সন্দেহ করতেন রেণুকা ৷
advertisement
আরও পড়ুন- কয়েক দশক ধরে শুকনো নদীতে হঠাৎ জোয়ার! ভেসে গেল পাশের রাস্তাও
গত মঙ্গলবার গিরিধরের গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর রেণুকার বিরুদ্ধে। জানা গিয়েছে, স্বামীকে হাতেনাতে ধরে ফেলায় তীব্র বাদানুবাদ শুরু হয় দু'জনের মধ্যে । রাগের মাথায় কড়াইয়ের ফুটন্ত তেল স্বামীর গায়ে ছুড়ে দেন রেণুকা। গরম তেলে দেহের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে গিরিধরের। আহত গিরিধরকে সঙ্কটজনক অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷