TRENDING:

Wife Finds Missing Husband: ২০১৮ থেকে স্বামী নিখোঁজ, সাত বছর পর মোবাইলে চোখ আটকে গেল স্ত্রীর! যা দেখলেন, অবিশ্বাস্য

Last Updated:

যে থানায় জিতেন্দ্রকে খুঁজে বের করার জন্য অভিযোগ জানানো হয়েছিল, সেই সানডিলা থানাতেই ফের নতুন করে অভিযোগ জানিয়েছেন শিলু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১৮ সাল থেকে নিখোঁজ ছিলেন স্বামী৷ থানায় দায়ের হয়েছিল অভিযোগও৷ এমন কি, স্বামীর এই রহস্যজনক অন্তর্ধানের স্ত্রী এবং তাঁর পরিবারের ভূমিকা রয়েছে বলে অভিযোগও তুলেছিল নিখোঁজ যুবকের পরিবার৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

তার পর কেটে গিয়েছে সাত বছর৷ সম্প্রতি নিখোঁজ সেই যুবকের স্ত্রী আবিষ্কার করলেন, অন্য এক মহিলার সঙ্গে দিব্যি সমাজমাধ্যমে রিলস বানাচ্ছেন তাঁর সেই নিখোঁজ স্বামী৷ এমন কি, ওই মহিলাকে বিয়েও করেছেন নিখোঁজ সেই যুবক!এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হরদই জেলায়৷ নিখোঁজ ওই যুবকের নাম জিতেন্দ্র৷ হরদইয়ের আতামৌ জেলার বাসিন্দা জিতেন্দ্রর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় মুরারনগরের বাসিন্দা শিলু নামে এক তরুণীর৷ বিয়ের পর ওই দম্পতির একটি পুত্রসন্তানও হয়৷

advertisement

কিন্তু ২০১৮ সালে আচমকাই নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র৷ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পায়নি জিতেন্দ্রর পরিবার৷ ২০১৮ সালের এপ্রিল মাসে পুলিশে অভিযোগও দায়ের করা হয়৷ কিন্তু পুলিশও নিখোঁজ ওই যুবকের কোনও সন্ধান পায়নি৷

সেই সময় জিতেন্দ্র পরিবার অভিযোগ করে, তাঁদের বাড়ির ছেলের অন্তর্ধানের পিছনে স্ত্রী শিলু এবং তাঁর পরিবারের ভূমিকা রয়েছে৷ যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেন জিতেন্দ্রর স্ত্রী৷ ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যান তিনি৷

advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে আচমকাই একটি রিলসে চোখ আটকে যায় শিলুর৷ তিনি দেখেন, অবিকল তাঁর স্বামীর মতো দেখতে এক যুবক লুধিয়ানার বাসিন্দা এক মহিলার সঙ্গে ইন্টারনেটে একের পর এক রিলস বানিয়ে ছেড়েছেন৷ শিলু নিশ্চিত হন, ওই যুবকই তাঁর নিখোঁজ স্বামী৷ জিতেন্দ্র বাড়ি থেকে পালিয়ে দ্বিতীয় বার ওই মহিলাকে বিয়ে করেছেন বলেও অভিযোগ শিলুর৷ জিতেন্দ্রর পরিবারও সবকিছু জানত বলেও অভিযোগ ওই তরুণীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যে থানায় জিতেন্দ্রকে খুঁজে বের করার জন্য অভিযোগ জানানো হয়েছিল, সেই সানডিলা থানাতেই ফের নতুন করে অভিযোগ জানিয়েছেন শিলু৷ পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ অভিযোগ সত্যি প্রমাণিত হলে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Wife Finds Missing Husband: ২০১৮ থেকে স্বামী নিখোঁজ, সাত বছর পর মোবাইলে চোখ আটকে গেল স্ত্রীর! যা দেখলেন, অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল